Jalpaiguri News: ধূপগুড়িতে রেলগেট ভেঙে পিকআপ ভ্যান উল্টে, আধ ঘণ্টা আটকে থাকে রাজধানী এক্সপ্রেস
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Jalpaiguri News: রেলগেট ভেঙে রেল লাইনের মাঝে উল্টে গেল পিকআপ ভ্যান, আধ ঘণ্টার বেশি সময় ধরে আটকে রাজধানী এক্সপ্রেস। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের বটতলার NN36 নং রেলগেটে।
জলপাইগুড়ি: রেলগেট ভেঙে রেল লাইনের মাঝে উল্টে গেল পিকআপ ভ্যান, আধ ঘণ্টার বেশি সময় ধরে আটকে রাজধানী এক্সপ্রেস। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের বটতলার NN36 নং রেলগেটে। জানা গিয়েছে, এদিন রেলগেটের কর্মীর কাছে ডাউন রাজধানী এক্সপ্রেস যাওয়ার খবর আসতেই তিনি রেলগেট নামাতে যায়।
ঠিক সে সময় আচমকা দ্রুতগতিতে একটি পিকআপ ভ্যান রেলগেট পার করতে গেলেই গেটে ধাক্কা মেরে লাইনের মাঝখানে উল্টে যায়। রেলগেট থেকে কিছুটা দূরে জরুরি কালীন ব্রেক কসে ডাউন রাজধানী এক্সপ্রেসকে দাঁড় করায় চালক। প্রায় আট ঘণ্টার বেশি সময় ধরে আটকে থাকে রাজধানী এক্সপ্রেস।
advertisement
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়, জিআরপি সহ ধূপগুড়ি স্টেশন সুপার। ঘটনাস্থলে ভিড় জমায় প্রচুর মানুষ। রেললাইন থেকে পিকআপ ভ্যানটিকে সরিয়ে দেওয়ার পর রেল চলাচল স্বাভাবিক হয়। সকলে আশঙ্কা করছেন এর থেকে আরও বড় দুর্ঘটনা করতে পারত। রেল সূত্রের খবর, দুর্ঘটনাগ্রস্থ পিকআপ চালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 09, 2025 4:20 PM IST