Jalpaiguri News: বন বস্তিতে আবাস যোজনার দাবি, আজও হাতির ভয়ে রাত জাগে বাসিন্দারা
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Jalpaiguri News: এ বছরের মত মা উমা এসে ফিরেও গেলেন ঘরে, এবারেও মিটল না হাতির ভয়ে রাতের পর রাত জেগে থাকা জলপাইগুড়ি শহরের পানঝোরা বনবস্তিবাসীর পাকা ঘরের দাবি।
জলপাইগুড়ি: এ বছরের মত মা উমা এসে ফিরেও গেলেন ঘরে, এবারেও মিটল না হাতির ভয়ে রাতের পর রাত জেগে থাকা জলপাইগুড়ি শহরের ভেতরে স্থিত পানঝোরা বন বস্তিবাসীর পাকা ঘরের দাবি। এভাবেই পেরোয় বছর, অবহেলিত ভাবেই পড়ে থাকেন এঁরা। রাতের পর রাত কাটে না ঘুমিয়ে। এই কখন হয় হাতির আক্রমণ, মনে চলতেই থাকে এক আতঙ্ক। গভীর জঙ্গল ঘেঁষা বন বস্তিতে এক সময় ছিল গীতাঞ্জলি প্রকল্প কিন্তু এখন সেখানে নেই সরকারি আবাস যোজনা। সুযোগ পেয়ে ভুল বুঝিয়ে বস্তিতে ফাঁদ পেতে টাকা হাতিয়ে গায়েব প্রতারকের দল।
জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের অধীন পানঝোরা বন বস্তিতে বাস প্রায় একশোটি পরিবারের রয়েছে বন বিভাগের ইকো ডেভলপমেন্ট কমিটি। এক সময় গরুমারা বন্য প্রাণী বিভাগের পক্ষ থেকে গীতাঞ্জলি আবাস যোজনায় বন বস্তিবাসীদের মূলত জঙ্গলী হাতির আক্রমণ থেকে রক্ষা করার উদ্দেশ্যে উচুঁ দোতলা ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে, সেটি ২০১৩ থেকে ১৪ সাল। এরপর বন্ধ পাকা ঘর নির্মাণ।
advertisement
advertisement
ইডিসি কমিটির সম্পাদক অমৃত ছেত্রী এ বিষয়ে জানান, “আরও বহু মানুষের পাকা ঘর প্রয়োজন। কাঠের দুর্বল ঘরে হাতির ভয়ে আজও মানুষ জেগে থাকে রাতে”। অপরদিকে, বনবস্তি পবিত্রা ছেত্রী জানান, “সেই কবে গীতাঞ্জলি আবাস দিয়েছিল তারপর বন্ধ। ঘর দেওয়ার নামে কিছু যুবক আমাদের থেকে টাকা ও নিয়ে গিয়েছে কিন্তু ঘর পায়নি কেউ।” দ্রুত এই সমস্যার সমাধান চান তাঁরা। প্রশাসনের কাছে একটাই দাবি, একটা পাকা ঘর। কিন্তু কবে হয় এই সমাধান? নেই কোনও সদুত্তর।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 27, 2023 10:11 AM IST