Jalpaiguri News: বিরাট জয়জয়কার! জলপাইগুড়ির মুকুটে নয়া পালক, বীর গাঁথা জাতীয় পুরষ্কার পাচ্ছে এই ছোট্ট খুদে

Last Updated:

Jalpaiguri News: ঝাঁসির রানিলক্ষ্মীবাই-এর ছবি এঁকেই সেরার শিরোপা জলপাইগুড়ির খুদে চিত্রশিল্পী। জলপাইগুড়ির মুকুটে জুড়ল আরও একটি জয়ের পালক।

+
জলপাইগুড়ির

জলপাইগুড়ির শিল্পী অঞ্চিতা

জলপাইগুড়ি: ঝাঁসির রানিলক্ষ্মীবাই-এর ছবি এঁকেই সেরার শিরোপা জলপাইগুড়ির খুদে চিত্রশিল্পী। জলপাইগুড়ির মুকুটে জুড়ল আরও একটি জয়ের পালক! স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ঝাঁসির রানি লক্ষীবাই-এর নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। তার অমর সাহসী সংগ্রাম আজও প্রেরণার উৎস। সেই রানি লক্ষীবাই-কে নিয়ে আঁকা একটি চিত্রই প্রায় ১.৭৬ কোটি প্রতিযোগীকে হারিয়ে জলপাইগুড়ির খুদে শিল্পী অঞ্চিতাকে এনে দিয়েছে দেশের এক গুরুত্বপূর্ণ পুরস্কার।
জলপাইগুড়ির এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী সে। ছোটবেলা থেকেই রং-তুলি নিয়ে আঁকার প্রতি তার গভীর ভালোবাসা। মামার কাছ থেকে আঁকা শিখে তিনি শুরু করেন নিজের চিত্রশিল্পের যাত্রা। পাঠ্যবইয়ের পাশাপাশি ক্যানভাসে ছবি আঁকা, দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণ, একের পর এক পুরস্কার অর্জন — এভাবেই তার শিল্পী জীবনের এক নতুন দিগন্ত খুলে গিয়েছে। বিগত বছরগুলোতে আন্তর্জাতিক পর্যায়েও তার আঁকা ছবির প্রদর্শনী হয়েছে।
advertisement
advertisement
২০২১ সালে বাংলাদেশ থেকে “এস এম সুলতান অ্যাওয়ার্ড ২০২১”, ২০২৩ সালে ইতালির ফেব্রিয়ান শহরে আয়োজিত অনুষ্ঠানে, আবার সেই বছরেই নেপালের কাঠমান্ডুতে আন্তর্জাতিক শিল্পকলা-অনুষ্ঠানেও তার ছবি প্রদর্শিত হয়েছে। ২০২৪ সালে আমেরিকার টেক্সাস শহরেও তার চিত্রকর্মের প্রদর্শনী ছিল। তবে তার জীবনের সবচেয়ে বড় অর্জন এসেছে বীর গাথা ফর ন্যাশনাল অ্যাওয়ার্ড ২০২৪-এর সুপার উইনার খেতাব অর্জনের মাধ্যমে। অঞ্চিতা জানান, “স্কুলে বসে ২০২৪ সালের ৪ঠা অক্টোবর আমি ছবিটি আঁকেছিলাম। বিষয় ছিল দেশের বীর যোদ্ধা রানী লক্ষ্মী বাঈ সহ অন্যান্য গুণী ব্যক্তিরা। ঝাঁসির রানীর চরিত্র আমাকে সবসময়ই অনুপ্রাণিত করেছে। তবে এত বড় সম্মান পেয়ে আমি বিস্মিত।
advertisement
আমি কখনও ভাবিনি যে এত বড় প্রতিযোগিতার মধ্যে প্রথম স্থান অর্জন করব। তিনি আরও জানান, “পুরস্কার পাওয়ার পর দিল্লিতে গিয়ে প্রতিরক্ষা মন্ত্রী বা রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নেওয়ার কথা শুনে আমি খুবই আনন্দিত। এটি আমার জন্য এক স্বপ্নপূরণের মতো।” তার আঁকা ছবির মাধ্যমে একদিকে যেমন ইতিহাসের ঐতিহ্য ফুটে উঠছে, তেমনই নিজের প্রতিভার ঝলকও স্পষ্টতুলির টানে। দেশ-বিদেশের মঞ্চে তার অর্জনগুইআজ জলপাইগুড়ির গর্ব!
advertisement
সুরজিৎ দে
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: বিরাট জয়জয়কার! জলপাইগুড়ির মুকুটে নয়া পালক, বীর গাঁথা জাতীয় পুরষ্কার পাচ্ছে এই ছোট্ট খুদে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement