Durga Puja 2025: বাজেট ১৫ লক্ষ, রথযাত্রাতেই চমক! সামনে এল জলপাইগুড়ির অন্যতম ঐতিহ্যবাহী দুর্গোৎসবের কি হবে এবছরের থিম
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Durga Puja 2025: 'এসো মায়ের মূর্তি গড়ি' এই বিশেষ থিমেই হবে এবছরের পুজো। কুটির শিল্পের ছোঁয়ায় সেজে উঠবে মণ্ডপের প্রতিটি কোণা।
জলপাইগুড়ি: শুভ রথযাত্রার দিনেই পড়ল পুজোর ঢাকে কাঠি! ঢাকার বাদ্যি জানান দিচ্ছে বাঙালির শ্রেষ্ঠ পুজোর কাউন্টডাউন যে শুরু! জলপাইগুড়ির মহুরীপাড়ার পুজোই এবার দর্শনার্থীদের জন্য থাকবে বিশেষ চমক। ‘এসো মায়ের মূর্তি গড়ি’ এই বিশেষ থিমেই হবে এবছরের পুজো। কুটির শিল্পের ছোঁয়ায় সেজে উঠবে মণ্ডপের প্রতিটি কোণা।
এবছর ৭৬ বছরে পা দিল ঐতিহ্যবাহী দুর্গোৎসব। রথযাত্রার পবিত্র দিন, আর সেই উপলক্ষে শহরের বহু পুজো কমিটির মতই আজ খুঁটিপুজোর মাধ্যমে শুরু হল জলপাইগুড়ি মহুরীপাড়ার দুর্গোৎসবের আনুষ্ঠানিক প্রস্তুতি। জলপাইগুড়ির অন্যতম ঐতিহ্যবাহী পুজো — মহুরীপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটি এবার ৭৬ বছরে পা দিল। শহরের অন্যতম বিগ বাজেট পুজোও বটে! এবছর বাজেট রয়েছে প্রায় ১৫ লক্ষ টাকা। প্রত্যেক বছর পুজোকে ঘিরে নিত্যনতুন চমক থাকে দর্শনার্থীদের জন্য। আজ সকাল থেকেই খুঁটি পুজোর প্রস্তুতিতে মেতে উঠেছিলেন এলাকাবাসী ও পুজো কমিটির সদস্যরা। ঢাকের বাদ্যি, উলুধ্বনি আর প্রার্থনার সুরে মহুরীপাড়ায় ছড়িয়ে পড়ে পূজার আগমনী বার্তা।
advertisement
advertisement
এবারের পুজোয় রয়েছে এক বিশেষ বার্তা। থিম — কুটির শিল্প যে আমাদের ঐতিহ্য, গর্ব- মূলত সেই বার্তাই দেবে এই পুজো থিম। হারিয়ে যেতে বসা এই শিল্পকে বাঁচিয়ে রাখতে, সমাজে তার গুরুত্ব তুলে ধরতেই এবারের প্যান্ডেলে থাকবে শিল্প ও ইতিহাসের মেলবন্ধন। মৃৎশিল্পীদের সূক্ষ্ম নিপুণ কাজ নজর কাড়বে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কমিটির এক সদস্য জানান, “প্রতিবছর আমরা কিছু নতুন বার্তা দিতে চাই দর্শনার্থীদের। এই বছর কুটির শিল্পকে ঘিরেই ভাবনা। ছোট শিল্প, হস্তশিল্প — এগুলোই আমাদের শিকড়। সেগুলোকেই তুলে ধরাই আমাদের লক্ষ্য।” জলপাইগুড়ি শহরের মানুষ এই পুজোকে ঘিরে প্রতিবছরই রাখেন আলাদা কৌতূহল। নতুন থিম, সুন্দর কারুকাজ, আর সামাজিক বার্তা—সব মিলিয়ে মোহরিপাড়ার পুজো হয়ে উঠেছে শহরের অন্যতম আকর্ষণ। পুজোর আর মাত্র কিছুদিন বাকি। তবে আজকের খুঁটিপুজো যেন শুরু করে দিল নতুন আশার সূচনা। ঐতিহ্য আর ভাবনার মিশেলে এবারও চমক দিতেই প্রস্তুত মহুরীপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটি!
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 27, 2025 4:24 PM IST