অভাব জয় করে স্বপ্নের আকাশে, বিস্ময়ের নাম হায়দার আলি! জলপাইগুড়িতে রাস্তাও হল তাঁর নামে
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
গ্রামের কৃতী মেধাবী ছাত্রের নামে তৈরি হবে রাস্তা। সেই রাস্তায় হেঁটে উৎসাহিত হবেন গ্রামের অন্যান্য ছাত্রছাত্রীরাও।
#জলপাইগুড়ি: পড়াশোনাকে উৎসাহ দিতে এবার অন্য পথে হাঁটল জলপাইগুড়ি জেলা পরিষদ। গ্রামের কৃতী মেধাবী ছাত্রের নামে তৈরি হবে রাস্তা। সেই রাস্তায় হেঁটে উৎসাহিত হবেন গ্রামের অন্যান্য ছাত্রছাত্রীরাও।
রবিবার জলপাইগুড়ি সদর ও রাজগঞ্জ ব্লকের সংযোগকারী তিন কিলোমিটার রাস্তার শিলান্যাস করলো জলপাইগুড়ি জেলা পরিষদ। রাস্তাটি তৈরি হবে এলাকার কৃতী ছাত্র হায়দার আলির নামে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট্রি তে গবেষণা করছেন হায়দার। অত্যন্ত গরীব পরিবারের ছেলে। আর্থিক অনটন পরিবারের প্রতিদিনের সঙ্গী। তার মধ্যেও পড়াশোনা চালিয়ে গিয়ে আজ সকলের চোখে দৃষ্টান্ত সে।
advertisement

advertisement
আরও পড়ুন: গরু পাচার কাণ্ডে এবার বিরাট পদক্ষেপ সিবিআইয়ের, তলবের তালিকায় দারুণ চমক!
এর আগে খেলাধুলায় উৎসাহ বাড়াতে এশিয়াডে সোনা জয়ী পলাতকা গ্রাম পঞ্চায়েতের মেয়ে স্বপ্না বর্মনের নামে রাস্তা তৈরি করেছে জেলা পরিষদ। হায়দার আলির নামে এই রাস্তাটি তৈরি করতে খরচ ধরা হয়েছে ৬৬ লক্ষ টাকা। শিলান্যাস অনুষ্টানে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, সভাপতি উত্তরা বর্মন, সহকারী সভাধিপতি দুলাল দেবনাথ।
advertisement
উপস্থিত ছিলেন হায়দার আলিও। তাঁর নিজের নামে তৈরি হচ্ছে রাস্তা তাতে খুশি হায়দার। কয়েক হাজার মানুষ এই পথ দিয়ে নিয়মিত যাতায়াত করেন। নতুন করে তৈরি হবে রাস্তা। তা সকলের উপকারে লাগবে এই ভেবেই খুশি হায়দার।
শান্তনু কর
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 07, 2022 6:21 PM IST