Deer Death : জেনেও সতর্কতার বালাই নেই, জঙ্গলের রাস্তায় দ্রুতগতির লড়াই! ফের গেল বন্যপ্রাণ, মৃৃত্যু দুটি হরিণের
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Deer Death : ডুয়ার্সের লাটাগুড়ির গরুমারা জঙ্গলের কাছে ৩১ নম্বর জাতীয় সড়কে দুটি হরিণের দেহ উদ্ধার হয়েছে। দ্রুতগতির গাড়ির ধাক্কায় মৃত্যু বলে অনুমান।
জলপাইগুড়ি, সুরজিৎ দে : দুই সঙ্গী একসঙ্গে রাস্তা পারাপার করছিল। সেটাই কাল হল। ৩১ নম্বর জাতীয় সড়কে দুটি হরিণের মৃত্যু দেখে হতবাক পরিবেশপ্রেমীরা। ডুয়ার্সের লাটাগুড়ির গরুমারা জঙ্গলের বুক চিরে যাওয়া জাতীয় সড়কের পাশে দুটি হরিণের দেহ উদ্ধার। একটি বার্কিং ও একটি সম্বর হরিণের দেহ উদ্ধার করলেন বন দফতরের কর্মীরা।
জানা গিয়েছে, এদিন সকালে ওই দুটি হরিণকে জাতীয় সড়কের পাশে পড়ে থাকতে দেখতে পান পথ চলতি মানুষ। এরপর খবর দেওয়া হয় বন দফতরকে। পরে বন কর্মীরা এসে দুটি হরিণকে উদ্ধার করে নিয়ে যায়। গাড়ির ধাক্কায় দুটি হরিণের মৃত্যু হতে পারে বলে প্রাথমিক অনুমান বন দফতরের।
আরও পড়ুন : জল-জঙ্গল দুই জায়গা থেকে উদ্ধার দম্পতির দেহ, শিলিগুড়িতে রহস্যে মোড়া সকাল! কারণ খুঁজছে পুলিশ
advertisement
advertisement
যদিও বন দফতর সূত্রে জানা গিয়েছে, ময়নাতদন্তের পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় পরিবেশ কর্মী অনির্বাণ মজুমদার জানান, মাঝেমধ্যে ৩১ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন বন্যপ্রাণের দেহ উদ্ধার হয়। এ বিষয়ে নজর দেওয়া উচিত বন দফতরে। নাহলে আরও বন্যপ্রাণীর প্রাণ যেতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রসঙ্গত, গরুমারা জঙ্গলের মধ্যে দিয়ে ৩১নং জাতীয় সড়কে প্রতিনিয়ত বিভিন্ন গাড়ির চালক আইন অমান্য করে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে যায়। সেই কারণে হঠাৎ করে বন্যপ্রাণ রাস্তার ওপর চলে এলে গাড়ির নিয়ন্ত্রণ না করতে পেরে বন্যপ্রাণীর মৃত্যু ঘটে। গরুমারা ডিভিশনের রেঞ্জার ধ্রবজ্যোতি বিশ্বাস বলেন, অনুমান করা হচ্ছে দ্রুত গতির গাড়ির ধাক্বায় মৃত্যু হয়েছে এই দুটি হরিণের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Jalpaiguri,Jalpaiguri,West Bengal
First Published :
November 17, 2025 9:23 AM IST

