Jalpaiguri News: ব্যাপক বৃষ্টির মাঝেই দেওয়াল ভেঙে মুদি দোকানে হানা! চাল, ডাল সাবাড় করে আসবাবপত্র গুঁড়িয়ে চম্পট দিল হাতি

Last Updated:

Jalpaiguri News: খাবারের খোঁজে বন্ধ থাকা মুদি দোকানের উপর চোটপাট চালাল বুনো হাতি। কার্যত তছনছ এই এলাকার দোকানপাট।

মুদির দোকানে হাতির হানা
মুদির দোকানে হাতির হানা
জলপাইগুড়ি: বন্ধ রয়েছে জঙ্গলের দ্বার, কিন্তু বন্ধ নেই বন্যপ্রাণীদের লোকালয়ে হানা! সম্প্রতি ডুয়ার্সের জঙ্গল বন্ধ হয়েছে বন্যপ্রাণদের প্রজনন কালের জন্য! কিন্তু বন্যপ্রাণদের খিদে কি তা মানে? খাবারের খোঁজে বন্ধ থাকা মুদি দোকানের উপর চোটপাট চালাল বুনো হাতি। কার্যত তছনছ এই এলাকার দোকানপাট। ক্ষয়ক্ষতির পাশাপাশি ভয়ে আতঙ্কে ঘুম উঠেছে জলপাইগুড়ির শালবাড়ি এলাকার বাসিন্দাদের।
খাবারের সন্ধানে লোকালয়ে এসে দোকান ঘর গুঁড়িয়ে দিল দাঁতাল। জলপাইগুড়ির বানারহাট ব্লকের শালবাড়ি এক নং গ্রাম পঞ্চায়েতের উৎপলের মোড় এলাকায় শুক্রবার ভোরে এক দাঁতাল হাতি হানা দেয়। গ্রামের মধ্যে এসে হাতিটি একটি মুদি দোকানে তাণ্ডব চালায়। দোকানের ভেতরের চাল, ডাল সহ বিভিন্ন খাদ্যসামগ্রী সাবাড় করে দোকানের আসবাবপত্র ও দোকান ভেঙে তছনছ করে দেয়। এরপর বেশ কিছুক্ষণ ওই এলাকায় থেকে জঙ্গলে ফিরে যায়।
advertisement
advertisement
ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। প্রায় প্রতিনিয়ত মরাঘাট জঙ্গল থেকে খাবারের সন্ধানে চলে আসছে বুনো হাতির দল—কখনও একা, কখনও বা গোটা দল নিয়ে। লাগাতার হাতির হানা নিয়ে রীতিমত আতঙ্কে থাকতে হয় গ্রামবাসীদের। ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন দোকান মালিক।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বন দফতর সূত্রে খবর, সরকারি নিয়ম অনুযায়ী আবেদন করলে ক্ষতিপূরণ দেওয়া হবে।
সুরজিৎ দে
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: ব্যাপক বৃষ্টির মাঝেই দেওয়াল ভেঙে মুদি দোকানে হানা! চাল, ডাল সাবাড় করে আসবাবপত্র গুঁড়িয়ে চম্পট দিল হাতি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement