Durga Puja 2025 : জলপাইগুড়িতে পুজোর আগে ভিলেন বৃষ্টি! দিশেহারা শিল্পীরা, মণ্ডপ রক্ষা করা চ্যালেঞ্জ উদ্যোক্তাদের
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
টানা বৃষ্টিতে বাঁশ-খড়-কাগজের সাজসজ্জা ভিজে যাচ্ছে। ফলে মণ্ডপ রক্ষা করা এখন বড় চ্যালেঞ্জ।
জলপাইগুড়ি, সুরজিৎ দে: সকাল থেকে তুমুল বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলিতে! কি হবে পুজোর সময়? ভেবেই মাথা খারাপ হওয়ার জোগাড় পুজো উদ্যোক্তােদের। এবছর পালপাড়ায় বৃষ্টিই ভিলেন। দুর্গা পুজোর আগে বিপাকে মৃৎশিল্পী ও উদ্যোক্তারা। দুর্গা পুজোর আগে হাতে আর মাত্র কয়েকটা দিন। শহরজুড়ে পুজো প্রস্তুতির ব্যস্ততা চরমে।
কিন্তু সেই প্রস্তুতিতে এখন ভিলেন হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি! জলপাইগুড়ির পালপাড়ায় ইতিমধ্যেই তাই কপালে ভাঁজ পড়েছে মৃৎশিল্পীদের। এবার বর্ষা উত্তরবঙ্গে সময় মতো আসেনি। ফলে কয়েক মাস বৃষ্টি তুলনামূলকভাবে অনেকটাই কম ছিল। কিন্তু সেপ্টেম্বরের শুরু থেকে হঠাৎ হঠাৎ ঝেঁপে বৃষ্টি নামতে শুরু করেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, চলতি ও আগামী সপ্তাহেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় মূর্তি তৈরির কাজ শেষ করতে গিয়ে হিমশিম খাচ্ছেন কারিগররা।
advertisement
আরও পড়ুন : একান্নপীঠ দর্শনে আর রাজ্যে রাজ্যে ঘুরতে হবে না, এখানে গেলেই পাবেন সুযোগ! কোথায় যেতে হবে?
advertisement
একজন মৃৎশিল্পী জানান, “প্রতিমা শুকোতে সময় পাচ্ছেন না। একদিকে রং করার কাজ আটকে যাচ্ছে, অন্যদিকে পুজোর সময় ঘনিয়ে আসছে। এভাবে চললে ডেলিভারি সময়মতো দেওয়া মুশকিল।” শুধু শিল্পীরা নন, পুজো উদ্যোক্তারাও এখন চিন্তায়। অনেক জায়গায় মণ্ডপসজ্জা শেষের পথে, আবার কোথাও প্রায় পুরো কাজ শেষ। কিন্তু টানা বৃষ্টিতে বাঁশ-খড়-কাগজের সাজসজ্জা ভিজে যাচ্ছে। ফলে দর্শনার্থীদের জন্য সুরক্ষা দেওয়া এবং মণ্ডপ রক্ষা করা, বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এক উদ্যোক্তা জানিয়েছেন, “আমরা প্রায় কাজ শেষ করে ফেলেছিলাম। কিন্তু এই বৃষ্টি থাকলে খরচ বাড়বে, আবার দর্শনার্থীদের ভিড় সামলানোও কঠিন হবে।” দুর্গাপুজোর মরশুমে মৃৎশিল্পীদের আয়ের বড় অংশ জুড়ে থাকে প্রতিমা বিক্রি। কিন্তু শেষ মুহূর্তে আবহাওয়ার এই খেলায় তাঁদের আশা ভঙ্গ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শহরের মানুষ এখন প্রার্থনা করছেন, আসন্ন উৎসবের দিনে যেন আবহাওয়া কিছুটা সহায় হয়। তবুও আশা, মা দুর্গার আগমনে মেঘ কাটবে, হাসি ফিরবে সবার মুখে!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 09, 2025 5:44 PM IST
