Inspirational: শৈশবে বাবা মায়ের মৃত্যু, অনাথ ভাইবোনের দেখভাল করতে স্কুলছুট দাদার জীবন সংগ্রাম চোখে জল আনবে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Inspirational: পুলিশ হয়ে দাদার স্বপ্ন সফল করতে মরিয়া বনবস্তির স্বপ্না। এখন সদ্য ১৮ ছোঁয়া দাদার মনে বোনের স্বপ্ন পূরণেরই আশা। ছোট থেকেই সেই ছেলের লড়ে যাওয়ার কাহিনি সিনেমার থেকে কোনও অংশেই কম নয়।
সুরজিৎ দে, জলপাইগুড়ি: যেন সিনেমা। তবে কোনও চিত্রনাট্যের গল্প নয়। বরং রূঢ় বাস্তব। সংসার বাঁচাতে লেখাপড়া ছেড়ে আশৈশব ভাই বোনকে নিয়ে সংসার সামলাচ্ছেন দাদা। পুলিশ হয়ে দাদার স্বপ্ন সফল করতে মরিয়া বনবস্তির স্বপ্না। এখন সদ্য ১৮ ছোঁয়া দাদার মনে বোনের স্বপ্ন পূরণেরই আশা। ছোট থেকেই সেই ছেলের লড়ে যাওয়ার কাহিনি সিনেমার থেকে কোনও অংশেই কম নয়।
গরুমারা জাতীয় উদ্যানের মধ্যে অবস্থিত বুধুরাম বনবস্তি। সুবজ ঘেরা জঙ্গলের মাঝে মা, বাবা, ভাই বোনকে নিয়ে ভালই কাটছিল ছোট্ট আকাশের শৈশব। আচমকা বাবার অস্বাভাবিক মৃত্যু এবং তার পরেই মায়ের সংসার ছেড়ে চলে যাওয়া – এক লহমায় আকাশকে মানসিক ভাবে শৈশব থেকে যুবকে পরিণত করে দেয়।পরিস্থিতির চাপে বন্ধ হয়ে যায় আকাশের স্কুলের পড়া। তখন বয়স সবে দশ। ঘরে মা, বাবা হারানো খুদে ভাই বোন। দু’ বেলা দু’ মুঠো খাবারের জন্য যোগ দেয় বন বস্তিতে চলা বিভিন্ন কাজকর্মে, সেই থেকেই মানব সংসারে টিকে শুরু লড়াই।
advertisement
আরও পড়ুন : মাটি, পাথর নিয়ে চলবে গবেষণা! সর্বভারতীয় পরীক্ষায় চোখধাঁধাঁনো রেজাল্ট প্রত্যন্ত গ্রামের পড়ুয়ার
সেই সময় বনবিভাগের গীতাঞ্জলি প্রকল্পের আওতায় পাওয়া মাথা গোঁজার ঠাঁইয়ের এক কোণে বসে নবম শ্রেণীর নোট খাতার পাতা ওল্টায় আকাশের বোন স্বপ্না ওঁরাও। রঙ খেলায় মন নেই তার।
advertisement
সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জেদ। স্বপ্নার জ্ঞান হওয়ার পর থেকেই দেখেছে দাদার লড়াই। নিজেও উপলব্ধি করে এই কঠিন সংগ্রামের যন্ত্রণা। তাই সে বড় হয়ে দাদার কষ্ট ঘোচাতে হতে চায় পুলিশ। ভবিষ্যতে পুলিশ কর্মী হয়ে দাদার কাঁধে হাত রাখতে মরিয়া স্বপ্না ওঁরাও। স্বপ্নাকে দেখে অনুপ্রেরণা পায় আরও শত শত স্বপ্না।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 01, 2024 5:32 PM IST