South Dinajpur News: বোরো ধান চাষ করতে নেমে বিপাকে চাষিরা! সমস্যার কথা জানেই না প্রশাসন
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
বোরো ধান চাষ করতে নেমে সমস্যা বেড়েছে চাষিদের
দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুর জেলায় আমন ও বোরো ধানের চাষ সবচেয়ে বেশি হয়। প্রায় জেলার ৭০ হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষ হচ্ছে। গতানুগতিক নিয়মে বালুরঘাট ব্লকের গাজীপুর গ্রামের বাসিন্দারা বোরো ধান চাষে বিপাকে পড়েছেন। সরকারি সাবমারসিবল পাম্পে সমস্যা। ইতিমধ্যেই বীজতলা প্রক্রিয়া সম্পূর্ণ করে বোরো ধান রোপনের কাজ চলছে বালুরঘাটের কৃষি জমিতে। সরকারি সাবমারসিবল থেকে অত্যন্ত ধীর গতিতে জল সরবরাহ হচ্ছে। যার ফলে নির্দিষ্ট সময়ে কৃষি জমিতে জল দিতে সমস্যায় পড়ছেন চাষিরা। এমনকি জল কম থাকায় এবছর বোরো ধানের চাষাবাদ দেরি করে শুরু হয়েছে বলে কৃষকদের আক্ষেপ।
বর্তমানে সেই পাম্প হাউজের একদিকে মোটামুটি জল পাওয়া গেলেও অন্য প্রান্ত প্রায় জলের অভাবে শুকিয়ে আসছে। পাম্প হাউজের বাঁদিকে জলের অভাবে কৃষি কাজ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ কৃষকদের। এলাকায় সরকারি পাম্প হাউস বসানো হয়েছে। যেখান থেকে প্রতি বছর চাষাবাদের কাজের সুবিধার্থে জল সরবরাহ করা হয়। যদিও এর জন্য এক মরসুমে প্রতি বিঘা জমির হিসেবে ৪৫০ টাকা করে দিতে হয় কৃষকদের। এই পাম্প হাউজ স্থাপনের পরে কৃষি জমিতে জল সেচের অনেক সুবিধা হয়েছিল বলে মত তাদের। কিন্তু এবছরের বোরো ধান চাষের শুরুতেই সমস্যা শুরু হয়েছে সেই সাবমারসিবল পাম্প হাউসে।
advertisement
advertisement
এবিষয়ে বালুরঘাট ব্লকের বিডিও সম্বল ঝাঁ জানান, “আমাদের কাছে কৃষকরা সমস্যা জানিয়ে অভিযোগ করলে আমরা পদক্ষেপ করব। কৃষকদের চাষবাসে কোনও সমস্যা যাতে না হয় সেই দিকে আমরা সচেষ্ট থাকব। যদি অন্য কোনও দফতরের তরফে সেই পাম্প হাউস বসানো হয় তাদেরকেও আমরা সমস্যাটি জানাব।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিকে বোরো ধান রোপনের সময় প্রায় পেরিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই বীজতলার কাজ হয়ে গিয়েছে। এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণে কৃষি জমিতে জল না পেয়ে কার্যত দিশাহারা অবস্থা কৃষকদের।
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 12, 2025 7:58 PM IST







