বালুরঘাট-হিলির পর এবার নয়া রেলপথ দক্ষিণ দিনাজপুরে! সহজেই জুড়ে যাবে শিলিগুড়ি, এসে গেল রেলের মেগা আপডেট

Last Updated:

২০১০ সালের ঘোষিত কালিয়াগঞ্জ রেল প্রকল্প বাস্তবায়ন হতে চলেছে। এই প্রকল্পের মাধ্যমে বংশীহারী, হরিরামপুর ও কুশমন্ডি হয়ে কালিয়াগঞ্জ থেকে বারসই জংশন যেতে পারলে সরাসরি উত্তর-পূর্ব ভারতের যেকোনও রাজ্যে যাওয়া সম্ভব হবে।

+
দক্ষিণ

দক্ষিণ দিনাজপুরে নতুন রেল প্রকল্প নিয়ে মেগা আপডেট

দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামী: দীর্ঘদিনের অভাব মিটিয়ে দ্রুত গতিতে রেলপথের সম্প্রসারণ হতে শুরু করেছে দক্ষিণ দিনাজপুর জেলায়। বালুরঘাট-হিলি রেললাইনের পর এবার সবুজ সঙ্কেত মিলেছে বুনিয়াদপুর-কালিয়াগঞ্জ রেলপথের।
দক্ষিণ দিনাজপুর জেলা থেকে শিলিগুড়ি কিম্বা উত্তর-পূর্ব ভারতের যেকোনও রাজ্যে ট্রেনের মাধ্যমে যেতে হলে মালদহ পর্যন্ত যেতে হয়। সেখান থেকে ইঞ্জিন ঘুরিয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেয় ট্রেন। এর ফলে প্রতিদিন বেশ কিছু সময় যাত্রীদের দাঁড়িয়ে থাকতে হয় একলাখি জংশনে।
এই সমস্যার সমাধানের পাশাপাশি জেলাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এই রেল প্রকল্পে যাতে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর, কুশমন্ডি ব্লকের বাসিন্দারাও যুক্ত হতে পারেন। ২০১০ সালের ঘোষিত কালিয়াগঞ্জ রেল প্রকল্প বাস্তবায়ন হতে চলেছে। এই প্রকল্পের মাধ্যমে বংশীহারী, হরিরামপুর ও কুশমন্ডি ব্লকের মধ্য দিয়ে গিয়ে কালিয়াগঞ্জ স্টেশনে যুক্ত হবে। কালিয়াগঞ্জ থেকে বারসই জংশন যেতে পারলে সরাসরি উত্তরবঙ্গের যাতায়াত সুবিধা হবে। গত লোকসভা নির্বাচনের আগে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হাত ধরে এই প্রকল্পের আবার কাজ শুরু হয়েছে।
advertisement
advertisement
এই বিষয়ে দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা জানান, “পরিকল্পনা অনুযায়ী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহেই জমি অধিগ্রহণের নোটিশ জারি করা হবে। দুই ধাপে জমি অধিগ্রহণ হবে এবং তারই কাজ চলছে জোর কদমে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, উত্তর দিনাজপুর জেলা প্রশাসন জমি অধিগ্রহণের নোটিশ জারি করেছে। দক্ষিণ দিনাজপুর জেলায় এই প্রকল্পের ২৩ কিলোমিটার রাস্তা তৈরি হবে। যার জন্য প্রায় ২০০০ একরও বেশি জমি লাগবে বলে প্রশাসন সূত্রের খবর। দুই ধাপে জমি অধিগ্রহণ করা হবে। তার মধ্যে প্রথম ধাপের জমি অধিগ্রহণের জন্য সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে রেলওয়ে আইন অনুযায়ী সেকশন ২২এ নোটিফিকেশন জারি করবে জেলা প্রশাসন। এই রেল লাইনের কাজ সম্পূর্ণ হলে দক্ষিণ দিনাজপুরের বিস্তীর্ণ অঞ্চল থেকে প্রচুর মানুষ যারা শিলিগুড়ি যাতায়াত করেন তাঁরা উপকৃত হবেন। বিশেষত উত্তরবঙ্গ ইউনিভার্সিটি ছাত্র-ছাত্রীরা, এলাকার ব্যাবসায়ীরা, এমনকি ভ্রমণ পিপাসুদের জন্যেও এই পরিবহন ব্যবস্থা অত্যন্ত সহায়ক হবে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বালুরঘাট-হিলির পর এবার নয়া রেলপথ দক্ষিণ দিনাজপুরে! সহজেই জুড়ে যাবে শিলিগুড়ি, এসে গেল রেলের মেগা আপডেট
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement