ট্রেনের সামনে আচমকা হাতি...! দেখেই থ চালক, তারপর যা করলেন, কুর্নিশ জানাচ্ছে রেল দফতর

Last Updated:

চালকের তৎপরতায় প্রশংসার জোয়ার। একদিকে যেখানে ঝাড়গ্রামের মত জায়গায় পরপর তিনটি হাতির মর্মান্তিক মৃত্যু হয়েছিল ট্রেনের ধাক্কায়, ঠিক উল্টোদিকে ডুয়ার্সের এক রেল চালকের মানবিক সিদ্ধান্ত নতুন আশার বার্তা দিল।

+
চালকের

চালকের তৎপরতায় প্রাণ বাঁচল হাতির

জলপাইগুড়ি: ট্রেন থামিয়ে বাঁচল একটা প্রাণ! চালকের তৎপরতায় প্রশংসার জোয়ার। একদিকে যেখানে ঝাড়গ্রামের মত জায়গায় পরপর তিনটি হাতির মর্মান্তিক মৃত্যু হয়েছিল ট্রেনের ধাক্কায়, ঠিক উল্টোদিকে ডুয়ার্সের এক রেল চালকের মানবিক সিদ্ধান্ত নতুন আশার বার্তা দিল।
জীবনের থেকে বড় কিছু নয়—তা আরও একবার প্রমাণ করলেন আলিপুরদুয়ার থেকে নিউ জলপাইগুড়িগামী টুরিস্ট স্পেশ্যাল ট্রেনের চালক বিশ্বজিৎ সরকার এবং সহকারী চালক মোহন কুমার। ঘটনাটি ঘটেছে চাপরামাড়ি জঙ্গলের মাঝে, নাগরাকাটা ও চালশার মাঝামাঝি ৭২/২ নম্বর পিলারের কাছে।
advertisement
advertisement
বুধবার বিকাল নাগাদ আচমকাই একটি পূর্ণবয়স্ক হাতি জলপাইগুড়ি চাপরামাড়ি জঙ্গল থেকে বেরিয়ে এসে রেল লাইনের ওপর দাঁড়িয়ে পড়ে। দূর থেকে সেই দৃশ্য চোখে পড়ে ট্রেন চালকদের। কোনও ঝুঁকি না নিয়ে সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেন তাঁরা। যাত্রীদের অপেক্ষায় রেখে, প্রায় ১৫ মিনিট লাইনের উপর দাঁড়িয়ে থাকে ট্রেনটি, যতক্ষণ না হাতিটি নিজে থেকে লাইনের পাশ দিয়ে জঙ্গলে ফিরে যায়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রেল দফতরের তরফ থেকে এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে চালকদের মানবিক ভূমিকার প্রশংসা করা হয়েছে। জীবনের প্রতি এই সম্মান এবং সচেতনতার উদাহরণ হয়ে থাকল এই মুহূর্ত। প্রকৃতির সঙ্গে সহাবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করল এই ঘটনা— যেখানে প্রযুক্তি আর সংবেদনশীলতার মেলবন্ধনেই হয় সঠিক সিদ্ধান্ত।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ট্রেনের সামনে আচমকা হাতি...! দেখেই থ চালক, তারপর যা করলেন, কুর্নিশ জানাচ্ছে রেল দফতর
Next Article
advertisement
মৃত্যুর ধারাবাহিকতা! শুধুমাত্র প্রেসক্রিপশনেই দেওয়া হবে কাশির সিরাপ, ভুল নয়! জানুন বিশদে
মৃত্যুর ধারাবাহিকতা! শুধুমাত্র প্রেসক্রিপশনেই দেওয়া হবে কাশির সিরাপ, ভুল নয়! জানুন বিশদে
  • কেন্দ্র দূষিত কাশির সিরাপের কারণে মৃত্যুর পর কাশির সিরাপ প্রেসক্রিপশন ছাড়া বিক্রি নিষিদ্ধ করতে চলেছে.

  • ডিসিসি প্রস্তাব করেছে কাশির সিরাপকে শিডিউল কে তালিকা থেকে বাদ দেওয়া উচিত, যা লাইসেন্স ছাড়া বিক্রি হয়.

  • মধ্যপ্রদেশে দূষিত কাশির সিরাপের কারণে শিশুদের মৃত্যুর পর WHO সতর্কতা জারি করেছে.

VIEW MORE
advertisement
advertisement