Indian Jersey Sell : হুড়মুড়িয়ে বিকোচ্ছে ভারতের জার্সি, রবিবার ফাইনালের আগে সকলেই মেন ইন ব্লু, কার জার্সির চাহিদা সবচেয়ে বেশি জানেন, দাম কিন্তু নাগালের মধ্যে
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Indian Jersey Sell : চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল ঘিরে জলপাইগুড়ির বাজারে জার্সি বিক্রির হিড়িক! কেমন দাম জানেন?
জলপাইগুড়ি: চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল ঘিরে ক্রিকেট জ্বর, জলপাইগুড়ির বাজারে জার্সি বিক্রির ধুম! হুহু করে শেষ হচ্ছে জার্সির স্টক। দাম কত রয়েছে জানেন? ভারতে ক্রিকেট শুধু একটি খেলা নয়, এটি এক আবেগ, এক উন্মাদনা। চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল ম্যাচ ঘিরে সেই উন্মাদনা এখন তুঙ্গে, বিশেষ করে জলপাইগুড়িতে। রবিবার ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে, আর সেই উত্তেজনার আঁচ লেগেছে বাজারেও।
জলপাইগুড়ির বিভিন্ন বাজারে এখন ক্রিকেটপ্রেমীদের ভিড়। ভারতীয় দলের জার্সি, পতাকা, ক্যাপ, ব্যান্ডসহ নানা ক্রিকেট সামগ্রী কেনার হিড়িক পড়েছে। বিশেষ করে, ভারতের জার্সির চাহিদা আকাশছোঁয়া।
আরও পড়ুন –
advertisement
ছোট-বড় নির্বিশেষে সকলেই মেতে উঠেছেন এই ক্রিকেট উন্মাদনায়।বাজারে খোঁজ নিতে জানা গেল, ভারতীয় দলের জার্সির চাহিদা এতটাই বেশি যে কিছু দোকানে স্টক ফুরিয়ে গেছে। রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়ার জার্সিগুলো সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে।
advertisement
মাত্র ২০০ টাকা করে বিকোচ্ছে জার্সি। এক দোকানদার জানালেন, ‘‘ এখন থেকেই বিক্রি ভালহচ্ছে, ফাইনালে ভারত জিতলে তো কথাই নেই!’’ ক্রিকেটপ্রেমীদের মধ্যে একজন বললেন, ‘‘জার্সি গায়ে দিয়ে দলকে সমর্থন করাটা এক অন্যরকম অনুভূতি।
Surajit Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 07, 2025 11:38 PM IST
