South Dinajpur News: ভারত বাংলাদেশ সীমান্তে ঘুরঘুর করছিলেন মহিলা! জিজ্ঞেস করতে যা জানা গেল... ঘুম উড়ল BSF-এর

Last Updated:

India Bangladesh border: অবৈধভাবে ভারতের অনুপ্রবেশ করার সময় বিএসএফের হাতে গ্রেফতার এক বাংলাদেশি মহিলা। পরবর্তীতে বিএসএফের পক্ষ থেকে হিলি থানার পুলিশের হাতে হস্তান্তর করা হয়।

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ 
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ 
দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামী: অবৈধভাবে ভারতের অনুপ্রবেশ করার সময় বিএসএফের হাতে গ্রেফতার এক বাংলাদেশি মহিলা। ঘটনাটি দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তের ঘটনা। পরবর্তীতে বিএসএফের পক্ষ থেকে হিলি থানার পুলিশের হাতে হস্তান্তর করা হয়। ধৃত বাংলাদেশি মহিলার নাম রোজিনা খাতুন (৩০)। বাড়ি বাংলাদেশের জয়পুরহাট জেলায়।
advertisement
সূত্রের খবর, বেআইনিভাবে এক বাংলাদেশি মহিলাকে ভারতে অনুপ্রবেশ করার সময় আটক করে বিএসএফের কর্তব্যরত জওয়ানরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, বাংলাদেশী ওই মহিলার স্বামী মারা যাওয়ার পর দুই ছেলেকে রেখে সৌদি আরবে পরিচারিকার কাজ করার জন্য যান। এরপর সেখান থেকে জর্ডনে গিয়েছিলেন বলে জানা যায়। এরপর তিনি ভারতের মুর্শিদাবাদের এক ব্যক্তির সঙ্গে বিবাহের সম্পর্ক রয়েছে বলে দাবি করেন।
advertisement
বর্তমানে তিনি বাংলাদেশে তাঁর দুই সন্তানদের সঙ্গে দেখা করার পর ভারতে প্রবেশ করার সময় বিএসএফের হাতে ধরা পড়েন। হিলি থানার পুলিশ আজ তাঁকে বালুঘাট আদালতে তোলে। এই বিষয়ে ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ জানান, ধৃত বাংলাদেশি মহিলাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য এদিন বালুরঘাট আদালতে তুলে ছয়দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে।
advertisement
আরও পড়ুন: শ্রীলঙ্কা, বাংলাদেশের পথে নেপালও! জনরোষের সামনে অসহায় শাসকরা, দুদিনেই পতন ওলি সরকারের
ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে বেআইনি অনুপ্রবেশ কোনও নতুন ঘটনা নয়। বছরের পর বছর ধরে এই অনুপ্রবেশ চলে আসছে। তবে বেশ কয়েক বছর ধরে যেভাবে বেআইনি অনুপ্রবেশ যেভাবে বেড়ে উঠেছে, তাতে কপালে ভাঁজ পড়েছে বিএসএফ তথা পুলিশ প্রশাসনের। বিএসএফের তরফে এই বিষয়ে কড়া সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে জানা গিয়েছে।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: ভারত বাংলাদেশ সীমান্তে ঘুরঘুর করছিলেন মহিলা! জিজ্ঞেস করতে যা জানা গেল... ঘুম উড়ল BSF-এর
Next Article
advertisement
GST Reforms: উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? পর্যটক না ব্যবসায়ীদের লাভ? জানুন
উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? জানুন
  • নতুন GST নিয়মে ৭,৫০০ টাকার নিচে হোটেল ভাড়ার উপর ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হবে।

  • পর্যটকদের জন্য নয়া GST নিয়মে খরচ কমবে, পাহাড়ি অঞ্চলে পর্যটকদের ভিড় বাড়বে।

  • হোটেল ও হোমস্টে মালিকদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে পর্যটকদের সাশ্রয় কতটা হবে।

VIEW MORE
advertisement
advertisement