স্বাধীনতা দিবসের আগে বাজারে দেশাত্মবোধের রঙিন ছোঁয়া! টি শার্ট থেকে ওড়না, পতাকা, কত দামে বিকোচ্ছে! জানুন

Last Updated:

স্বাধীনতা দিবসের আগে জলপাইগুড়ির বাজারে দেশাত্মবোধের রঙে সাজো সাজো রব। টি-শার্ট, ওড়না, পতাকা, ব্যাজ, রিবন সবেতেই নতুন ডিজাইন।

+
স্বাধীনতা

স্বাধীনতা দিবসের আগে জলপাইগুড়ি বাজারের পতাকা কেনার ভিড়

জলপাইগুড়ি, সুরজিৎ দে: স্বাধীনতা দিবসের আগে শহরের বাজারে দেশাত্মবোধের রঙিন ছোঁয়া! স্বাধীনতা দিবসের প্রাক্কালে যেন নতুন করে জেগে উঠেছে জলপাইগুড়ির বাজার। টি-শার্ট থেকে শুরু করে মেয়েদের ওড়না, ব্রেসলেট, চুরি,  নানা মাপের ভারতীয় পতাকা—সবেতেই এসেছে নতুন ডিজাইনের ছোঁয়া।
দোকানপাটে সাজানো সামগ্রী দেখে যেন চোখ ফেরানো যায় না। বিক্রেতাদের দাবি, গত বছরের তুলনায় এ বছর বিক্রি অনেক বেশি। পাঁচ টাকা থেকে শুরু করে ১০০ টাকা পর্যন্ত মূল্যের পণ্য মিলছে বাজারে। শুধু পতাকা নয়, ব্যাজ, রঙিন রিবন, শিশুদের জন্য সাজান হেডব্যান্ডও রয়েছে তালিকায়।
advertisement
advertisement
সন্ধ্যা নামলেই বাজারে বাড়ছে জলপাইগুড়ির বাজারে ক্রেতাদের ভিড়। হাতে ছোট পতাকা নিয়ে দৌড়ে বেড়ানো শিশুদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। বড়রাও কিনছেন গাড়িতে বা বাড়িতে সাজানোর জন্য বড়- ছোটো- মাঝারি মাপের পতাকা, আবার অনেকে টি-শার্ট ও ওড়নার মাধ্যমে নিজেদের সাজিয়ে নিচ্ছেন তেরঙার রঙে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
এক বিক্রেতা জানালেন, “এবার মানুষ অনেক আগ্রহ দেখাচ্ছেন। ছোট থেকে বড়—সবাই কিছু না কিছু কিনছেন। দামও খুব বেশি নয়, তাই বিক্রিও ভাল হচ্ছে।” ক্রেতাদের মুখেও খুশির সুর। এক তরুণী বললেন, “মাত্র ৩০ টাকায় সুন্দর একটি তেরঙা ওড়না পেয়ে আমি ভীষণ খুশি।” শহরের অলিগলি জুড়ে এখন তেরঙার উচ্ছ্বাস। রঙিন সাজে, উৎসবের আমেজে, দেশপ্রেমের আবহে ভরে উঠেছে স্বাধীনতা দিবসের আগের এই জলপাইগুড়ির ব্যস্ত বাজার!
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
স্বাধীনতা দিবসের আগে বাজারে দেশাত্মবোধের রঙিন ছোঁয়া! টি শার্ট থেকে ওড়না, পতাকা, কত দামে বিকোচ্ছে! জানুন
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement