IMD Weather Update: রোদ ঝলমলে আকাশ, কাঞ্চনজঙ্ঘার স্পষ্ট দর্শন, তবে কালীপুজোর আগে বৃষ্টির অশনি সংকেত! রইল উত্তরবঙ্গের আবহাওয়ার বড় আপডেট
- Reported by:Partha Pratim Sarkar
- local18
- Published by:Aishwarya Purkait
Last Updated:
IMD North Bengal Weather Update: সামনেই কালীপুজো, দিওয়ালি, ভাইফোঁটা। পরপর উৎসব। কেমন থাকবে আবহাওয়া? চিন্তায় বঙ্গবাসী। কালীপুজোর আগে উত্তরবঙ্গের আবহাওয়ার বড় আপডেট দেখে নিন...
দার্জিলিং, পার্থপ্রতিম সরকার: বর্ষা যেন কিছুতেই পিছু ছাড়ছে না বাংলার। দেশের বেশিভার অংশ থেকে বর্ষা বিদায় নিলেও বাংলায় যেন বারবার ফিরে ফিরে আসছে। সামনেই কালীপুজো, দিওয়ালি, ভাইফোঁটা। পরপর উৎসব। কেমন থাকবে আবহাওয়া? চিন্তায় বঙ্গবাসী। কালীপুজোর আগে উত্তরবঙ্গের আবহাওয়ার বড় আপডেট রইল।
শুক্রবার সকাল থেকেই উত্তরবঙ্গের আকাশ ঝলমলে। পরিষ্কার। হাসছে পাহাড়ও। কাঞ্চনজঙ্ঘার স্পষ্ট দর্শন পেয়ে মুগ্ধ পর্যটকেরা। তবে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল শনিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরের বেশ কয়েকটি জেলায়।
শুক্রবার শিলিগুড়ি শহরের আকাশ বেশ পরিষ্কার। সকাল থেকেই ঝাঁ চকচকে পরিবেশ। কোথাও কোন মেঘের দেখা নেই এদিন। সমতল থেকেও মিলছে কাঞ্চনজঙ্ঘার দর্শন। মুগ্ধ পর্যটকেরা। এদিন শিলিগুড়ির তাপমাত্রা ২৫ ডিগ্রি। দার্জিলিংয়ের আকাশও আংশিক পরিষ্কার। হালকা মেঘের দেখা মিলেছে। তবে কাঞ্চনজঙ্ঘার স্পষ্ট দর্শন পাচ্ছে পর্যটকেরা। পাহাড় ভ্রমণ সার্থক পর্যটকদের। পাহাড়ে হালকা শীতের অনুভূতি শুরু হয়েছে। তাপমাত্রা ১৯ ডিগ্রি। দার্জিলিং, শিলিগুড়ির পাশাপাশি কালিম্পং থেকেও কাঞ্চনজঙ্ঘার দেখা মিলেছে এদিন। আপ্লুত বেড়াতে আসা পর্যটকেরা। কালিম্পংয়েও পরিষ্কার আকাশ। তাপমাত্রা ২০-২১ ডিগ্রির মধ্যে।
advertisement
advertisement

দার্জিলিংয়ের আকাশ আংশিক পরিষ্কার। হালকা মেঘের দেখা। তবে কাঞ্চনজঙ্ঘার স্পষ্ট দর্শন পাচ্ছে পর্যটকেরা।
জলপাইগুড়িতেও রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা গিয়েছে এদিন। গত চব্বিশ ঘন্টায় জেলার সর্বচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২২.০১ ডিগ্রি সেলসিয়াস। ডুয়ার্স, আলিপুরদুয়ারেও বেশ পরিষ্কার আকাশ। রৌদ্রজ্জ্বল পরিবেশ। কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, ইসলামপুর, গঙ্গারামপুর পরিষ্কার আকাশ। রোদ ঝলমলে। তাপমাত্রা ২৫ ডিগ্রি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Darjeeling (Darjeeling),Darjeeling,West Bengal
First Published :
Oct 17, 2025 11:12 AM IST









