South Dinajpur News: বিরাট কারচুপি? কংক্রিটের বদলে বাঁশ, কাঠের পিলারে পাইপলাইন! অনেক প্রশ্ন বাসিন্দাদের

Last Updated:

খাড়ি পার করতে কংক্রিটের বদলে পাইপলাইনে ব্যবহার হচ্ছে কাঠ, বাঁশের পিলার

+
পাইপলাইন

পাইপলাইন

দক্ষিণ দিনাজপুর: যেখানে কংক্রিটের পিলার দেওয়ার কথা সেখানে গাছের ডাল, বাঁশ কেটে দড়ি দিয়ে বেঁধে মাচা তৈরি করে নিয়ে যাওয়া হচ্ছে জলের পাইপলাইন। তাও আবার খরস্রোতা খাড়ির মধ্যে দিয়ে। এই বিষয়টি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা বিষয়টি নিয়ে তপন বিডিওর আছে লিখিত অভিযোগ জানানোর পরেও সমস্যা সমাধান হয়নি। এরপরেই বাসিন্দারা একত্রিত হয়ে সেই পাইপলাইনের কাজ বন্ধ করে দিল। চাঞ্চল্যকর ঘটনাটি দিনাজপুর জেলার তপনের আউটনা গ্রাম পঞ্চায়েতের লস্করহাট গ্রামের।
দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লক জুড়েই দীর্ঘদিন যাবৎ জলের সমস্যা রয়েছে। বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহের ক্ষেত্রে অনিয়ম সামনে আসতেই বাসিন্দাদের প্রতিবাদের দাবি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় মোট তিনটি খাড়ির উপর দিয়েই একইভাবে জলের পাইপলাইন নিয়ে যাওয়া হচ্ছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পানীয় জল প্রকল্পের পাইপলাইনের কাজ করার সময় এই খরস্রোতা খাড়িগুলিকে পার করতে পাইপলাইনের নীচে কাঠ ও বাঁশ দিয়ে মাচা তৈরি করা হয়েছে। যেখানে কংক্রিটের পিলার দেওয়ার কথা। স্থানীয় বাসিন্দাদের দাবি, কাজ শুরু করার সময় বরাত পাওয়া অবস্থাকে কাজের সিডিউল দেখানোর কথা বলার পরেও সেই সিডিউল দেখানো হয়নি। আর এখানেই স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন? কেননা খরস্রোতা খাড়ির মধ্যে দিয়ে অস্থায়ী এই বাঁশ কিংবা ডাল দিয়ে তৈরি করা খাচার উপর পাইপলাইন কতদিন টিকে থাকবে!
advertisement
খাড়িতে সারা বছর জল থাকে না। কিন্তু যে সময়টুকু জল থাকে সেই সময় অত্যন্ত খরস্রোতা এই খাড়ি। যেখানে বাঁশ বা কাঠের মাচা খুব বেশিদিন টেকসই হবে না। ফলে পানীয় জলের মতন গুরুত্বপূর্ণ একটা প্রকল্পে কেন কংক্রিটের পিলার না করে গাছের ডাল, বাঁশ কিম্বা দড়ি দিয়ে অস্থায়ী মাচা তৈরি করে নিয়ে যাওয়া হচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন।গ্রামবাসীদের অভিযোগ, এই কাজে ব্যাপক হারে কাট মানি খাওয়া হয়েছে। অবিলম্বে এই কাজ সঠিকভাবে না করলে আরও বৃহত্তর আন্দোলন করা হবে বলে জানা যায়।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: বিরাট কারচুপি? কংক্রিটের বদলে বাঁশ, কাঠের পিলারে পাইপলাইন! অনেক প্রশ্ন বাসিন্দাদের
Next Article
advertisement
Bangladesh Leader: ‘সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব’! হুমকি বাংলাদেশের নেতার! বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়ার বার্তা
‘সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব’! হুমকি বাংলাদেশের নেতার!
  • ‘সেভেন সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেব’

  • ভারতবিরোধী বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলিকে আশ্রয় দিক বাংলাদেশ

  • হুমকিমূলক ভাষণ বাংলাদেশের নেতা হাসনাত আবদুল্লাহর

VIEW MORE
advertisement
advertisement