iPhone: ৫০ হাজার টাকায় নতুন আইফোন ১৬ প্রো ম্যাক্স...! বেশি লাভের আশায় যা হল আলিপুরদুয়ারে
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
iPhone: ভুটান থেকে ভারতে অবৈধ উপায়ে নিয়ে আসা হচ্ছিল আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স। কারণ শুনলে চোখ কপালে উঠবে আপনারও।
আলিপুরদুয়ার: ভুটান থেকে ভারতে অবৈধ উপায়ে নিয়ে আসা হচ্ছিল আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স। কারণ শুনলে চোখ কপালে উঠবে আপনারও। অবশেষে পুলিশের হস্তক্ষেপে উদ্ধার হয়েছে ১০টি নতুন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স।
মুঠোফোনের দুনিয়ার রাজা আইফোন। মোবাইলপ্রেমী মহলে এর জনপ্রিয়তা তুঙ্গে। প্রতি সময় নিত্যনতুন ফিচার নিয়ে আপডেট মডেল বের করছে এই ফোন সংস্থা।সম্প্রতি বের হওয়া নতুন মডেলের নাম আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স। যার দাম ভারতে ১ লক্ষ ৪৫ হাজার টাকা। ঠিক এখানেই হোঁচট খেয়েছেন অনেক মোবাইলপ্রেমী।
advertisement
advertisement
তবে এই ফোন ভুটানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ হাজার টাকায়। কারণ ভুটান করমুক্ত দেশ। প্রতিবেশী দেশে কম দামে মিলছে দামি মোবাইল। এই কথাটি শুনেই অনেকের চোখ ঝলমল করে উঠবে। সেটাই স্বাভাবিক। এই সুযোগ নিতে চেয়েছিল কিছু ব্যবসায়ী, ভুটান থেকে কেনা দামে এই মোবাইল এনে ভারতে ১০-২০ হাজার টাকা লাভ রেখে বিক্রির ছক কষেছিল তারা। গতকাল গভীর রাতে ভুটান থেকে আলিপুরদুয়ারের জয়গাঁ প্রবেশ করে এক ব্যক্তি। তার সঙ্গে ছিল অবৈধ উপায়ে নিয়ে আসা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এর ১০ টি মোবাইল। পুলিশকর্মীদের সন্দেহ হওয়াতে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করাতে, সে মোবাইলগুলি ফেলে দিয়ে চলে যায়। পুলিশ তাঁকে ধরতে পারেনি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জয়গাঁ থানার ওসি মিগমা শেরপা জানান, “আমাদের কাছে অনেকদিন আগেই খবর ছিল এরকম কিছু একটা হতে পারে। আমরা সতর্ক ছিলাম, মোবাইলগুলি বাজেয়াপ্ত করতে পেরেছি। তবে লাগাতার আমাদের অভিযান চলবে।”
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 12, 2025 1:46 PM IST