Illegal Business: বাড়িতেই রাখা কেজি কেজি... রমরমিয়ে চলছিল কোটি কোটি টাকার কারবার! দেখে চক্ষু চড়কগাছ পুলিশের
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:HARASHIT SINGHA
Last Updated:
মালদহের কালিয়াচক থানার সাহাবাজপুর লেবামুনটোলা গ্রামে হানা দেয় পুলিশ। সেখান থেকেই অভিযুক্ত শেখ রেজাউলকে গ্রেফতার করে। তার বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে প্রায় ৩ কেজি ২৪৪ গ্রাম ব্রাউন সুগার। বাড়িতেই মজুদ থাকতো এই ব্রাউন সুগার গুলি।
মালদহ: বাড়ি থেকেই চলছিল রমরমিয়ে বেআইনি ব্যবসা। পুলিশের নজর এড়িয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্তে পাচার হচ্ছিল নিষিদ্ধ ব্রাউন সুগার। দীর্ঘদিন ধরে একটি চক্র বেআইনি এই কাজ চালাচ্ছিল। অবশেষে পুলিশের নজরে আসে বিষয়টি।
বিশেষ সূত্র মারফত পুলিশ জানতে পারে রমরমিয়ে কালিয়াচক থানা এলাকায় চলছে মাদক কারবার। অবশেষে পুলিশ গোপনে হানা দিয়ে হাতে নাতে ধরে ফেলে মাদক ব্যবসায়ীকে। শুধু তাই নয়, অভিযুক্ত ব্যক্তির হেফাজত থেকে উদ্ধার হয় প্রচুর পরিমানে ব্রাউন সুগার। নিষিদ্ধ মাদক কারবার রুখতে বিরাট সাফল্য পেল পুলিশ।
আরও পড়ুন: ‘ভয়ে ঠকঠক করে কাঁপছিলাম’, দেশজুড়ে ঝড় তোলে সেই নাচ! সুন্দরী নায়িকার সঙ্গে কী হয়েছিল জানেন?
advertisement
advertisement
মালদহের কালিয়াচক থানার সাহাবাজপুর লেবামুনটোলা গ্রামে হানা দেয় পুলিশ। সেখান থেকেই অভিযুক্ত শেখ রেজাউলকে গ্রেফতার করে। তার বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে প্রায় ৩ কেজি ২৪৪ গ্রাম ব্রাউন সুগার। বাড়িতেই মজুদ থাকতো এই ব্রাউন সুগার গুলি।
সেখান থেকেই জেলা ও জেলার বিভিন্ন প্রান্তে পাচার করা হত নিষিদ্ধ এই ব্রাউন সুগার। এছাড়াও বিভিন্ন সামগ্রী তার বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ব্রাউন সুগার গুলির আনুমানিক বাজার মূল্য প্রায় ৩.৩ কোটি টাকা। মালদহ জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন, ব্রাউন সুগার-সহ এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
advertisement
অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে আরও বেশ কয়েকজন পাচার চক্রের পান্ডার নাম পুলিশ জানতে পারে। তাদের খোঁজে ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। পুলিশি জেরায় অভিযুক্ত জানায় দীর্ঘদিন ধরে সে এই বেআইনি কার্যকলাপের সঙ্গে যুক্ত।
অভিযুক্তকে মালদহ জেলা আদালতে পেশ করে পুলিশ হেফাজতের নিয়েছে কালিয়াচক থানার পুলিশ। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে এই পাচার চক্রের আরও অনেক তথ্য মিলতে পারে বলে ধারণা পুলিশের।
advertisement
হরষিত সিংহ
Location :
Kolkata,West Bengal
First Published :
March 18, 2024 1:27 PM IST