Illegal Business: বাড়িতেই রাখা কেজি কেজি... রমরমিয়ে চলছিল কো‌টি কোটি টাকার কারবার! দেখে চক্ষু চড়কগাছ পুলিশের

Last Updated:

মালদহের কালিয়াচক থানার সাহাবাজপুর লেবামুনটোলা গ্রামে হানা দেয় পুলিশ। সেখান থেকেই অভিযুক্ত শেখ রেজাউলকে গ্রেফতার করে। তার বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে প্রায় ৩ কেজি ২৪৪ গ্রাম ব্রাউন সুগার। বাড়িতেই মজুদ থাকতো এই ব্রাউন সুগার গুলি।

বাড়িতেই রাখা কেজি কেজি... রমরমিয়ে চলছিল কো‌টি কোটি টাকার কারবার! দেখে চক্ষু চড়কগাছ পুলিশের
বাড়িতেই রাখা কেজি কেজি... রমরমিয়ে চলছিল কো‌টি কোটি টাকার কারবার! দেখে চক্ষু চড়কগাছ পুলিশের
মালদহ: বাড়ি থেকেই চলছিল রমরমিয়ে বেআইনি ব্যবসা। পুলিশের নজর এড়িয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্তে পাচার হচ্ছিল নিষিদ্ধ ব্রাউন সুগার। দীর্ঘদিন ধরে একটি চক্র বেআইনি এই কাজ চালাচ্ছিল। অবশেষে পুলিশের নজরে আসে বিষয়টি।
বিশেষ সূত্র মারফত পুলিশ জানতে পারে রমরমিয়ে কালিয়াচক থানা এলাকায় চলছে মাদক কারবার। অবশেষে পুলিশ গোপনে হানা দিয়ে হাতে নাতে ধরে ফেলে মাদক ব্যবসায়ীকে। শুধু তাই নয়, অভিযুক্ত ব‍্যক্তির হেফাজত থেকে উদ্ধার হয় প্রচুর পরিমানে ব্রাউন সুগার। নিষিদ্ধ মাদক কারবার রুখতে বিরাট সাফল্য পেল পুলিশ।
advertisement
advertisement
মালদহের কালিয়াচক থানার সাহাবাজপুর লেবামুনটোলা গ্রামে হানা দেয় পুলিশ। সেখান থেকেই অভিযুক্ত শেখ রেজাউলকে গ্রেফতার করে। তার বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে প্রায় ৩ কেজি ২৪৪ গ্রাম ব্রাউন সুগার। বাড়িতেই মজুদ থাকতো এই ব্রাউন সুগার গুলি।
সেখান থেকেই জেলা ও জেলার বিভিন্ন প্রান্তে পাচার করা হত নিষিদ্ধ এই ব্রাউন সুগার।‌ এছাড়াও বিভিন্ন সামগ্রী তার বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ব্রাউন সুগার গুলির আনুমানিক বাজার মূল্য প্রায় ৩.৩ কোটি টাকা। মালদহ জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন, ব্রাউন সুগার-সহ এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
advertisement
অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে আরও বেশ কয়েকজন পাচার চক্রের পান্ডার নাম পুলিশ জানতে পারে। তাদের খোঁজে ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। পুলিশি জেরায় অভিযুক্ত জানায় দীর্ঘদিন ধরে সে এই বেআইনি কার্যকলাপের সঙ্গে যুক্ত।
অভিযুক্তকে মালদহ জেলা আদালতে পেশ করে পুলিশ হেফাজতের নিয়েছে কালিয়াচক থানার পুলিশ। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে এই পাচার চক্রের আরও অনেক তথ্য মিলতে পারে বলে ধারণা পুলিশের।
advertisement
হরষিত সিংহ
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Illegal Business: বাড়িতেই রাখা কেজি কেজি... রমরমিয়ে চলছিল কো‌টি কোটি টাকার কারবার! দেখে চক্ষু চড়কগাছ পুলিশের
Next Article
advertisement
GST Reforms: উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? পর্যটক না ব্যবসায়ীদের লাভ? জানুন
উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? জানুন
  • নতুন GST নিয়মে ৭,৫০০ টাকার নিচে হোটেল ভাড়ার উপর ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হবে।

  • পর্যটকদের জন্য নয়া GST নিয়মে খরচ কমবে, পাহাড়ি অঞ্চলে পর্যটকদের ভিড় বাড়বে।

  • হোটেল ও হোমস্টে মালিকদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে পর্যটকদের সাশ্রয় কতটা হবে।

VIEW MORE
advertisement
advertisement