টাকা না দিলেই যাবে প্রাণ! পাওনা টাকা তুলতে অপহরণকারী ভাড়া! রাতের অন্ধকারে স্ত্রীকে যা করা হল...
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Jiam Momin
Last Updated:
টাকা না দিলে মেয়েকে অপহরণের হুমকি দেয় দুষ্কৃতীরা। অপহৃত ওই পরিযায়ী শ্রমিকের নাম নাসিরুল বাড়ি ইংরেজবাজার থানার সাতঘরিয়ায়। বর্তমানে তিনি মালদহ শহরের গয়েশপুর এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকেন। অপহরণের অভিযোগ উঠেছে মিঠুন ও বাণীউদ্দিন নামে দুই অভিযুক্তের বিরুদ্ধে।
মালদহ, জিএম মোমিন: পাওনা টাকা তুলতে এবার সুপারি কিডন্যাপার ভাড়া! রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে এক পরিযায়ী শ্রমিক ও তার স্ত্রীকে মারধর এবং শ্লীলতাহানির পর স্বামীকে তুলে নিয়ে গেল দুষ্কৃতীরা। সন্ধ্যা অবধি টাকা না দিলে স্বামীকে প্রাণে মারা হবে হুঁশিয়ারি দুষ্কৃতীদের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদহ শহরের গয়েশপুর এলাকায়।
জানা গিয়েছে, অপহৃত ওই পরিযায়ী শ্রমিকের নাম নাসিরুল বাড়ি ইংরেজবাজার থানার সাতঘরিয়ায়। বর্তমানে তিনি মালদহ শহরের গয়েশপুর এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকেন। অপহরণের অভিযোগ উঠেছে মিঠুন ও বাণীউদ্দিন নামে দুই অভিযুক্তের বিরুদ্ধে।
advertisement
advertisement
পরিবারের অভিযোগ, আচমকা সোমবার রাতে দুষ্কৃতীরা দলবল নিয়ে তাদের বাড়িতে ঢোকে। সেই সময় ওই পরিযায়ী শ্রমিক এবং তার স্ত্রীকে মারধর ও শ্লীলতাহানির পর স্বামী নাসিরুলকে অপহরণ করে নিয়ে যায় দুষ্কৃতীরা।
অপহৃত শ্রমিকের স্ত্রী জানান, “আচমকা রাত ১১ নাগাদ দুষ্কৃতীরা আমাদের ভাড়াবাড়িতে ঢোকে। এরপর ৭১০০০ হাজার টাকা দাবি করে তার স্বামীর কাছে। টাকা না দিলে তাদের মেয়েকে অপহরণের হুমকি দেয়। এরপর তিনি এই ঘটনার প্রতিবাদ করলে তাকে শারীরিকভাবে নির্যাতন ও স্বামীকে মারধর করে অপহরণ করে নিয়ে যায় দুষ্কৃতীরা। সন্ধে অবধি টাকা না দিলে প্রাণে মারার হুঁশিয়ারি দিয়েছে অপহরণকারীরা।”
advertisement
ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ইংরেজবাজার থানায়। পরিবারের অভিযোগ পুলিশে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। অবশেষে তারা মালদহ জেলা আদালতে দারস্থ হয়েছেন। তাদের দাবি দ্রুত তাদের স্বামীকে উদ্ধার করে আনা হোক।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 02, 2025 5:07 PM IST