Husband Wife: 'তোমার জন্য আমি চললাম...' বিয়ের তিন মাস, স্ত্রী ভিডিও কল করে চরম মুহূর্ত দেখালেন স্বামী! শিলিগুড়িতে ভয়ঙ্কর কাণ্ড
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:Partha Pratim Sarkar
Last Updated:
Husband Wife: মাস তিনেক আগে রিঙ্কি দাসের সঙ্গে তাঁর বিয়ে হয়। রিঙ্কির এটা দ্বিতীয় বিয়ে।
শিলিগুড়ি: এসএমএস-এর মেসেজ নিয়ে সন্দেহ। বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহ। এ নিয়েই বিবাদ। আর তার জেরেই বিয়ের ৩ মাসের মাথায় আত্মঘাতী যুবক! আত্মঘাতী যুবকের নাম অমিত চক্রবর্তী।
মাস তিনেক আগে রিঙ্কি দাসের সঙ্গে তাঁর বিয়ে হয়। রিঙ্কির এটা দ্বিতীয় বিয়ে। আত্মহত্যা করার আগে স্ত্রীর সঙ্গে ইন্সটাগ্রামে ভিডিও কলও করে। এমনকী আত্মহত্যা যে সে করতে চলেছে, তার ভিডিও পাঠান স্ত্রীকে।
advertisement
advertisement
ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি শহর সংলগ্ন ঠাকুরনগরে। বিয়ের পর থেকেই স্বাম-স্ত্রীর ঝামেলা চলত বলে অভিযোগ। যা বড় আকার নেয় গত বুধবারে। একটি এসএমএস-কে ঘিরে। যদিও ঝামেলার সময় রিঙ্কি দাবি করে, ওই এসএমএস তাঁর পূর্ব পরিচিত একজন পাঠিয়েছিল। ভাইয়ের আত্মহত্যার ঘটনার জন্য স্ত্রীকেই দায়ী করে শাস্তির দাবি তুলেছেন অমিতের দিদি। তদন্ত শুরু করেছে এনজেপি থানার পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 26, 2025 4:01 PM IST