Husband in Trouble: স্ত্রীর জন্য কানের দুল অনলাইনে বুক করে যা হল এই ব্যক্তির! শুনলে বুক কাঁপবে
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
অনলাইনে কানের দুল অর্ডার দিয়ে লক্ষাধিক টাকা খোয়ালেন রায়কত পাড়ার এক বাসিন্দা বাপ্পাই সরকার। বাংলা নববর্ষের দুদিন আগে অনলাইনে ৪ সেট কানের দুলের অর্ডার করেন বাপ্পাই সরকার।
Jalpaiguri News: শখের কানের দুল কিনতে গিয়ে খোয়াতে হল বিপুল অঙ্কের টাকা! মাথায় হাত পরল ক্রেতার। অনলাইনে কানের দুল অর্ডার দিয়ে লক্ষাধিক টাকা খোয়ালেন রায়কত পাড়ার এক বাসিন্দা বাপ্পাই সরকার। বাংলা নববর্ষের দুদিন আগে অনলাইনে ৪ সেট কানের দুলের অর্ডার করেন বাপ্পাই সরকার। কিন্তু ক্যুরিয়ারে একটি সেট আসে। বাকি ৩ টি সেট আসেনি, অথচ তিনি অগ্রিম ৪ সেটের জন্য পেমেন্ট দেন।
ক্যুরিয়ার প্রতিনিধির থেকে টোল ফ্রি নম্বরে ফোন করেন। সেখান থেকে অন্য এক হোয়াটস অ্যাপ নম্বর বাপ্পাই সরকারকে দেওয়া হয়। সেই নম্বরে যোগাযোগ করলে তাকে নতুন অ্যাপ নামাতে বলেন। তারপর প্রায় ৫ মিনিট মোবাইল ব্ল্যাক হয়ে যায়।কিছুক্ষণ পর মোবাইল ঠিক হলে ব্যালান্স চেক করে দেখেন অ্যাকাউন্ট থেকে দুই দফায় ১ লক্ষ ৬ হাজার টাকা উধাও হয়ে যায়।
advertisement
advertisement
কোতোয়ালি থানার সাইবার থানায় লিখিত অভিযোগ করেন বাপ্পাই সরকার তিনি আরও জানান সাধারণ মানুষের থেকে এভাবে প্রতারণা করলে তাহলে ডিজিটাল মাধ্যমকে আর ব্যবহার করাটাই অসম্ভ হবে দাঁড়াবে পুরো বিষয়ে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত এই বেআইনিভাবে কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছে
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 21, 2025 7:33 PM IST

