Humanity: আইনরক্ষার পাশাপাশি মানবিকতাও, পুলিশকর্মীদের পাঠশালায় পড়াশোনা করছে দুঃস্থ শিশুর দল
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Humanity: পুলিশ আসার কথা শুনলেই মুখগুলি উজ্জ্বল হয়ে ওঠে বেশ কিছু খুদে শিশুর। একটু বিশদে গেলে বোঝা যায় কেন তাদের এই আনন্দ, কারণ বালুরঘাট রেলস্টেশন সংলগ্ন এলাকার শিশুদের পছন্দের স্যার ম্যাডাম এই খাকি উর্দিধারী পুলিশরা।
সুস্মিতা গোস্বামী, দক্ষিণ দিনাজপুর : শুধুমাত্র আইন রক্ষাই নয়, পাশাপাশি দুঃস্থ ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দিতে পুলিশ কাকুর পাঠশালা এলাকা জুড়ে যথেষ্ট খ্যাতি অর্জন করেছে ইতিমধ্যেই। পুলিশ আসার কথা শুনলেই মুখগুলি উজ্জ্বল হয়ে ওঠে বেশ কিছু খুদে শিশুর। একটু বিশদে গেলে বোঝা যায় কেন তাদের এই আনন্দ। কারণ বালুরঘাট রেলস্টেশন সংলগ্ন এলাকার শিশুদের পছন্দের স্যার ম্যাডাম সকলে খাকি উর্দিধারী পুলিশকর্মী। প্রতি সপ্তাহে একদিনের জন্য এই শিশুদের পাঠদান করান বালুরঘাট জিআরপি থানার পুলিশকর্মীরা।
শুরু হয়েছিল ঠিক দু‘বছর আগে। দক্ষিণ দিনাজপুরের প্রত্যন্ত এ লেখাগুলিতে বেশিরভাগই নিম্নবিত্ত পরিবারের বাস।বালুরঘাট ব্লকের চকভৃগু গ্রাম পঞ্চায়েতের আখিরা পাড়া, বেলাইন, সিংপাড়া এলাকার বেশিরভাগই পরিবারের ছেলে মেয়েরাই সরকারি প্রাথমিক স্কুলে পড়ে। তবে এতটুকুই। তাদের টিউশন দেওয়ার মত অবস্থা পরিবারের নেই। সেই ভাবনা থেকেই এই ছোট্ট ছোট্ট ছেলেমেয়েদের সাহায্য করার উদ্যোগ নেন বালুরঘাট জিআরপি থানার পুলিশকর্মীরা।
advertisement
সপ্তাহে একদিন খোলা আকাশের নীচে বসে এই সমস্ত ক্ষুদেদের পাঠশালা। এ বিষয়ে বালুরঘাট জিআরপি থানার ওসি রতন সরকার জানান, “প্রতি রবিবার তাদের এই স্কুল বসে। স্কুলে এসে বাচ্চারা প্রার্থনা করে, তারপর রোল কল হয়, এমনকি পড়ার পর শেষে খাবার দেওয়া হয়।’’ তবে তাঁরাই নিজেদের পয়সা খরচ করে বাচ্চাদের খাওয়ান। শিশুদের পুলিশ সম্পর্কে একটা ভয় থাকলেও তাঁদের দেখে ভয় পায় না এই শিশুরা। এমনকি কোনও পড়ুয়া না এলে তাঁকে ডেকেও পাঠানো হয়। তাঁদের ঠিক করে দেওয়া পুরুষ ও মহিলা পুলিশ এবং সিভিকরা পড়ুয়াদের পড়ানোর কাজ করে।
advertisement
advertisement
আরও পড়ুন : খেলতে খেলতে ভেঙে ফেলেছিল মায়ের কানের দুল! সেই থেকে শিল্পী হয়ে উঠল সপ্তম শ্রেণীর ছাত্র
এই স্কুলের মোট পড়ুয়ার সংখ্যা ৩০ – ৩৫ জন। বর্তমানে ধীরে ধীরে আরও বাড়ছে সেই সংখ্যা। তবে শুধুমাত্র পড়াশুনাই নয়, প্রত্যেককে পড়া শেষে দেওয়া হয় টিফিন বা ভারী খাবার। এই সমস্ত শিশুদের বেড়ে উঠার পথে যেসমস্ত ঘাটতি রয়েছে পুলিশকর্মীরা তা পূরণের চেষ্টা করে প্রতিনিয়তই। তবে শুধুমাত্র পড়াশুনাই নয়, তার পাশাপাশি বাচ্চাদের মনোসংযোগ বাড়াতে শুরু করা হয়েছে দাবা প্রশিক্ষণ। ভবিষ্যতে এই সমস্ত শিশুরাই যাতে ইন্টারন্যাশনাল দাবা টুর্নামেন্ট খেলতে পারে তার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করবেন জিআরপি থানার ওসি রতন সরকার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 26, 2025 9:00 PM IST