Creativity: খেলতে খেলতে ভেঙে ফেলেছিল মায়ের কানের দুল! সেই থেকে শিল্পী হয়ে উঠল সপ্তম শ্রেণীর ছাত্র

Last Updated:

Creativity: খেলতে খেলতে মাটির তৈরি মায়ের কানের দুল ভেঙে ফেলেছিল, খুব বেশি বকাবকি না খেলেও ছোট্ট মনে অনুশোচনা হয়েছিল অনেকটাই

+
ভাইবোনে

ভাইবোনে মিলে বানাচ্ছে বিভিন্ন অলংকার

মৈনাক দেবনাথ, শান্তিপুর: নদিয়ার শান্তিপুরের সূত্রাগড় এম এন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র অনিরুদ্ধ ঘোষ মাত্র এইটুকু বয়সেই স্কুলের গণ্ডি থেকে ব্যবসার শ্রী বৃদ্ধি ঘটিয়েছে বাইরের জগতেও। তবে এই ব্যবসা শিল্পকর্মের। আজ থেকে দু’বছর আগে যখন প্রাথমিক বিদ্যালয় থেকে এই বিদ্যালয়ে ভর্তি হয় তখন অনিরুদ্ধ আরও খানিকটা ছোটো। খেলতে খেলতে মাটির তৈরি মায়ের কানের দুল ভেঙে ফেলেছিল, খুব বেশি বকাবকি না খেলেও ছোট্ট মনে অনুশোচনা হয়েছিল অনেকটাই। মাটি দিয়ে ভাঙা অংশ দেখে তৈরি করেছিল হুবহু একজোড়া কানের দুল যাতে শুধুমাত্র মা নয় খুশি হয়েছিলেন প্রতিবেশী অনেক মা কাকিমাই।
সে বছরই বিদ্যালয়ে ওয়ার্ক এডুকেশন পরীক্ষায় ওই কানের দুলের সঙ্গে মিল করে হাতের কাজ হিসেবে বানায় একটি হার। ছোট্ট এই ছাত্রের সৃজনশীলতা দেখে মুগ্ধ হন কর্মশিক্ষার দিদিমণি নমিতা বিশ্বাস কুন্ডু। তিনি অনুপ্রেরণা দেওয়ার জন্য নিজের জন্য একটি হারের অর্ডার দেন, উপযুক্ত পারিশ্রমিক তুলে দেন অনিরুদ্ধার মা ঝুমা ঘোষের হাতে। একের পর এক বিদ্যালয়ের প্রায় ১০-১২ জন দিদিমণি প্রত্যেকেই তাদের পছন্দ মতো ডিজাইন অনুযায়ী অনিরুদ্ধকে দিয়ে বানান নিজেদের নানা মাটির অলংকার। এভাবেই ব্যবসায় হাতে খড়ি হয় অনিরুদ্ধর। বর্তমানে অবশ্য বিদ্যালয়ের দিদিমণিরাও তাদের আত্মীয় পরিচিতদের কাছ থেকে অর্ডার এনে দেন অনিরুদ্ধকে। অন্যদিকে ওই ছাত্রের পরিবারবর্গ প্রতিবেশী এমনকি সোশ্যাল মিডিয়াতেও অর্ডার আসতে থাকে।
advertisement
আরও পড়ুন : ঘন ঘন মাথা ন্যাড়া করালে কি শিশুর চুল বেশি ঘন কালো হয়? কত বার বাচ্চাকে ন্যাড়া করাবেন? দরকারি টিপস জানুন বাবা মায়েরা
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা জানাচ্ছেন শুধু পড়াশোনা নয় শিশুদের মধ্যে সুপ্ত প্রতিভা সৃজনশীলতা খুঁজে বের করাই শিক্ষকদের কাজ। সবাই যে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে এমন নয়। এখন আগ্রহের বিষয় অনুযায়ী বিভিন্ন ভোকেশনাল পড়াশোনা শুরু হয়েছে। অনিরুদ্ধ পড়াশোনাতেও যেমন ভাল ,তেমনই ভাল নাটক করে, ছবি আঁকতে ভালবাসে আবার ফুটবলও খেলে ভাল। তাই ওর আগ্রহ অনুযায়ী বিদ্যালয়ে সমস্ত উপযোগী ব্যবস্থা করে দেওয়াই তাঁদের লক্ষ্য।
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Creativity: খেলতে খেলতে ভেঙে ফেলেছিল মায়ের কানের দুল! সেই থেকে শিল্পী হয়ে উঠল সপ্তম শ্রেণীর ছাত্র
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement