Mobile Games Addiction: মোবাইলে গেমে বাধা... চরম পরিণতি উচ্চ মাধ্যমিক ছাত্রের! দিশেহারা যুবকের মা-বাবা

Last Updated:

Mobile Games Addiction: মোবাইল গেমে তীব্র আসক্তি। সেই মোবাইল গেম খেলতে গিয়েই নিখোঁজ উচ্চ মাধ্যমিক ছাত্র। দিশেহারা পরিবার দ্বারস্থ জলপাইগুড়ি থানায়।

মোবাইলে গেমে বাধা... চরম পরিণতি উচ্চ মাধ্যমিক ছাত্রের! দিশেহারা যুবকের মা-বাবা
মোবাইলে গেমে বাধা... চরম পরিণতি উচ্চ মাধ্যমিক ছাত্রের! দিশেহারা যুবকের মা-বাবা
জলপাইগুড়ি: মোবাইল গেমে তীব্র আসক্তি। সেই মোবাইল গেম খেলতে গিয়েই নিখোঁজ উচ্চ মাধ্যমিক ছাত্র। দিশেহারা পরিবার দ্বারস্থ জলপাইগুড়ি থানায়। মোবাইল গেমের প্রতি তীব্র আসক্তির কারণেই বাড়ি থেকে বেরিয়ে যায় জলপাইগুড়ি জেলার স্কুলের উচ্চ মাধ্যমিকের এক ছাত্র। নাম সোহেল হোসেন।
ঘটনা জানাজানি হতেই দিশেহারা পরিবার থানার দারস্থ হয়। জানা গিয়েছে, জলপাইগুড়ি পৌরসভার ৪ নম্বর কামার পাড়া সংলগ্ন এলাকার বাসিন্দা মজিরাম খাতুনের একমাত্র ছেলে সোহেল হোসেন। মোবাইলে অতিরিক্ত গেম খেলার কারণে বাড়ি থেকে বকাবকি করা হয় তাকে।
advertisement
advertisement
তারপরেই বৃহস্পতিবার বাড়ি ছেড়ে চলে যায়। আজ নিয়ে দু’দিন হল সোহেল নিখোঁজ। চারদিকে খোঁজাখুঁজি করার পরও এখনও পর্যন্ত মেলেনি তার ছেলের খোঁজ।
এই বিষয়ে জলপাইগুড়ি কোতয়ালী থানায় একটি মিসিং ডাইরিও করেন নিখোঁজ ছেলের পরিবার। আজ শনিবার সকালে দিন বাজার এলাকায় খোঁজ চালানো হয়। খোঁজ নেওয়া হয় প্রাক্তন কাউন্সিলরের কাছেও। কিন্তু এখনও পর্যন্ত সেই ছেলেটির কোনও খোঁজ মিলেনি। এদিকে ছেলের খোঁজে না পেয়ে দিশেহারা অবস্থা পরিবার লোকজনদের। বিষয়টিতে পুলিশি তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই।
advertisement
সুরজিৎ দে
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mobile Games Addiction: মোবাইলে গেমে বাধা... চরম পরিণতি উচ্চ মাধ্যমিক ছাত্রের! দিশেহারা যুবকের মা-বাবা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement