Uttar Dinajpur News: চাকরি না করেই দারুণ রোজগার! চপ-ঘুগনি বিক্রি করে পূর্ণিমার আয় কত? জানলে অবাক হবেন
- Published by:Sanchari Kar
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
Uttar Dinajpur News: আলুর চপ, ঘুগনি, পেঁয়াজি ছাড়াও বিভিন্ন ধরনের তেলেভাজা বিক্রি করে প্রায় দিনই ৭০০ থেকে ৮০০ টাকা রোজগার হয় পূর্ণিমা দেবীর। অর্থাৎ মাসে ২৫ হাজার টাকা রোজগার করে থাকেন তিনি।
উত্তর দিনাজপুর: চপ ঘুগনি বিক্রি করেই কেল্লাফতে পূর্ণিমার। নাম পূর্ণিমা হলেও জীবনটা যেন এক সময় অন্ধকারময় হয়ে গিয়েছিল। এক দুর্ঘটনায় স্বামীর হাত ভেঙে যায়। তারপর থেকেই স্বামী-সহ বাচ্চা এবং পরিবারের সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়েছিল বছর ৪০-এর পূর্ণিমা বর্মণকে। সেই থেকেই শুরু করেছিলেন রাস্তায় রাস্তায় চপ-ঘুগনি বিক্রি। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর বিভিন্ন অলিগলিতে ভ্যান রিক্সা নিয়ে বেরিয়ে পড়েন চপ-ঘুগনি বিক্রি করতে।
আলুর চপ, ঘুগনি, পেঁয়াজি ছাড়াও বিভিন্ন ধরনের তেলেভাজা বিক্রি করে প্রায় দিনই ৭০০ থেকে ৮০০ টাকা রোজগার হয় পূর্ণিমা দেবীর। অর্থাৎ মাসে ২৫ হাজার টাকা রোজগার করে থাকেন তিনি। এই তেলেভাজা, ঘুগনি বিক্রি করে বাড়িতে ছেলেমেয়ের পড়াশোনা এবং সংসারের সমস্ত দায়িত্ব পালন করেন তিনি। রাস্তার একপাশে দাঁড়িয়ে বিক্রি করে বিভিন্ন ধরনের চপ। তাঁর দোকানের এক টাকার পেঁয়াজি, পাঁচ টাকার আলুর চপ এবং পাঁচ টাকার ঘুগনি বেশ জনপ্রিয়।
advertisement
advertisement
সকালবেলা পুরি আবার কখনও পরোটাও বিক্রি করেন পূর্ণিমা দেবী। সকাল দশটা থেকেই শুরু হয়ে যায় তাঁর চপ ঘুগনি এবং পরোটা বিক্রি। সকাল হলেই বাড়ির সমস্ত কাজ সামলে তারপরে বেরিয়ে পড়েন ভ্যানরিক্সা নিয়ে চপ ঘুগনি বিক্রি করতে। র্তমানে এই পেশাই যেন নেশায় পরিণত হয়েছে তাঁর। বেশি পড়াশোনা করেননি তাই চাকরির আশাও করেন না ।তবে চাকরি না করেও বর্তমানে এই চপ-ঘুগনি বিক্রি করেই আসে হাজার হাজার টাকা।
advertisement
পিয়া গুপ্তা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 03, 2024 7:11 PM IST