Siliguri News: প্রবল বৃষ্টিতে তিস্তার অতলে লাল টং বস্তির বাসিন্দারা! অস্তিত্বের সংকটে গ্রাম
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
এই গ্রামের ভবিষ্যত এখন আক্ষরিক ভাবেই অথৈ জলে। আগ্রাসী তিস্তা গ্রাস করেছে গোটা গ্রাম। চরম সংকটে বাসিন্দারা।
শিলিগুড়ি : মহানন্দা অভয়ারণ্য সংলগ্ন তিস্তার লালটং বস্তি এখন তিস্তার জলের ডুবে রয়েছে। অবিরাম বৃষ্টির জেরে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা। বাড়ছে জলস্তর। সেই জলে ডুবে গিয়েছে গোটা গ্রাম। প্রায় ৫০ বছর পুরোনো এই গ্রামে গুটি কয়েক পরিবারের বাস। তবে এই গ্রামের ভবিষ্যত এখন আক্ষরিক ভাবেই অথৈ জলে।
৩৫টি পরিবারের বর্তমান ঠিকানা অদূরে বন দফতরের একটি ফাঁকা জমি। সাধারণত কোনও প্রাকৃতিক দুর্যোগ ঘটলে, দুর্গতদের নিরাপদ আশ্রয় বা ত্রাণশিবিরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে প্রশাসন। অভিযোগ এখনও প্রশাসনের তরফে তেমন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এই পরিস্থিতিতে খাবার জুটবে কীভাবে, বুঝে উঠতে পারছেন না কেউই।
advertisement
advertisement
জিতেন শৈব্য বলেন, দুই সপ্তাহ থেকে জল ঢোকা শুরু হয়েছে এখানে। সময়ের সঙ্গে এখন তা বাড়ছে। বনাঞ্চল ঘেরা এই এলাকার কৃষিকাজ এবং গবাদিপশুর প্রতিপালনের মধ্যে দিয়ে রুটিরুজি জোগাড় করেন গ্রামবাসীরা। জলের তলায় কৃষিজমি, জলের সঙ্গে প্রবেশ করেছে পলি। ফলে ভবিষ্যৎ নিয়েও আশঙ্কায় গ্রামবাসীরা।
আরও খবর পড়তে ফলো করুন
advertisement
অনির্বাণ রায়
Location :
Kolkata,West Bengal
First Published :
July 02, 2024 6:41 PM IST