Alipurduar News: চা বলয়ে অভিনব প্রদর্শনী! স্থানীয় গৃহবধূদের হাতের তৈরি খাবার নিয়ে জনপ্রিয়তা তুঙ্গে!
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
কালচিনি চা বাগান এলাকায় একটি প্রদর্শনী চলছে। আর এই প্রদর্শনীতেই অংশগ্রহণ করেছেন ওই এলাকার যুবতী ও গৃহবধূরা । প্রদর্শনীর একটি বিশেষত্ব হল এখানে, চা বাগান এলাকার যুবতী ও গৃহবধূরা খাবারের স্টল নিয়ে হাজির হয়েছেন। এইরকম ছয়টি স্টল রয়েছেন।
আলিপুরদুয়ার: কেউ ভাল ফুচকা বানান, আবার কেউ কেক, পেস্ট্রি ভাল তৈরি করতে পারেন। এতদিন তাঁদের এই খাবার খেয়েছেন পরিবারের মানুষেরা।তবে এই প্রদর্শনীতে খাবার তৈরি করে তা বিক্রি করতে পেরে খুশি চা বাগান এলাকার গৃহবধূ ও যুবতীরা।
কালচিনি চা বাগান এলাকায় একটি প্রদর্শনী চলছে। আর এই প্রদর্শনীতেই অংশগ্রহণ করেছেন ওই এলাকার যুবতী ও গৃহবধূরা । প্রদর্শনীর একটি বিশেষত্ব হল এখানে, চা বাগান এলাকার যুবতী ও গৃহবধূরা খাবারের স্টল নিয়ে হাজির হয়েছেন। এইরকম ছয়টি স্টল রয়েছেন।
advertisement
advertisement
কেউ ফুচকা, কেউ রসবড়া, কেউ কেক, পেস্ট্রির স্টল নিয়ে বসেছেন।সব খাবার তারা তৈরি করে দিচ্ছেন ক্রেতাদের সামনে।
এই বিষয়ে এক খাবার বিক্রেতা অলি দত্ত।তিনি জানান, “খাবার খেয়ে ভাল বলছেন ক্রেতারা, এটাই প্রাপ্তি। আমরা কোনও খাবার বিক্রেতা বাসি খাবার পরিবেশন করিনি। সবটাই ক্রেতার চোখের সামনে হয়েছে।”
advertisement
খাবার ছাড়াও হাতের কাজ নিয়ে এসেছিলেন যুবতীরা। কেউ মাটির গয়না আবার কেউ অক্সিডাইজের গয়নার সম্ভার এনেছিলেন।
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
September 21, 2024 8:14 PM IST