Road Accident: বেপরোয়া লরি কেড়ে নিল প্রাণ! কাঠুরেকে পিষে দিয়ে পলাতক চালক, ঘাতক লরিতে আগুন লাগাল ক্ষুব্ধ জনতা

Last Updated:

Road Accident: এই ঘটনার পর থেকে ঘাতক লরির চালক পলাতক। প্রবল উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। উত্তেজিত জনতা ঘাতক লরিটিতে আগুন লাগিয়ে দেয়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এলেও আগুন নেভাতে বাধা দেন স্থানীয়রা।

ঘাতক লরিতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা
ঘাতক লরিতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা
দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামীঃ লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের বয়রাপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা যায়, মৃতের নাম রসিদুল মন্ডল (৪০), বাড়ি কুমারগঞ্জের কেশরাইলে। তিনি পেশায় কাঠুরে।
এদিন এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কুমারগঞ্জ থানার পুলিশ। পরে তাঁরা দেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। এদিকে এই ঘটনার পর থেকে ঘাতক লরির চালক পলাতক। প্রবল উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। লরিটিকে আটকে রেখেছেন স্থানীয়রা।
আরও পড়ুনঃ ছেলের বাড়ি যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা! ৮৬ বছরের বৃদ্ধাকে মোটরবাইকের ধাক্কা, রাস্তাতেই মর্মান্তিক মৃত্যু
প্রত্যক্ষদর্শীরা জানান, “কাঠ কেটে সংসার চালাতেন রসিদুল। এদিন সকালে গাছ কাটার জন্য বাড়ি থেকে বেরিয়ে বয়রাপাড়া এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন। পিছন দিক থেকে আসা একটি মালবোঝাই লরি তাঁকে পিষে দেয়। লরির বেপরোয়া গতির বলি হন ওই ব্যক্তি। তাঁকে পিষে মেরে দিয়ে পলাতক ওই চালক।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ঘটনার পর পর ঘাতক লরিটিতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। দাউ দাউ করে জ্বলতে থাকে লরি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। তবে আগুন নেভাতে বাধা দেন এলাকার লোকজন। ওই লরিতে কোনও পণ্য ছিল বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। দমকল আগুন নেভানোর কাজ শুরু করেছে। এদিন এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কুমারগঞ্জ থানার পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Road Accident: বেপরোয়া লরি কেড়ে নিল প্রাণ! কাঠুরেকে পিষে দিয়ে পলাতক চালক, ঘাতক লরিতে আগুন লাগাল ক্ষুব্ধ জনতা
Next Article
advertisement
'বন্ধু, রহো সাথে...' চোখের ঈশারাতেই ২৩ বছর পার! বুলি ফোটে না, তবু 'কথা' দিয়ে 'কথা' রেখেছেন উত্তম-উজ্জ্বলা
'বন্ধু, রহো সাথে..' চোখের ঈশারায় ২৩ বছর পার! বুলি ফোটে না, তবু কথা দিয়ে কথা রেখেছেন দম্পতি
  • ২৩ বছর ধরে কথা না বলেও ইশারায় সংসার চালাচ্ছেন উত্তম ও উজ্জ্বলা

  • শিলিগুড়িতে চা-বিস্কুট বিক্রি করে

  • প্রেম ও পাশে থাকার এ এক অনন্য নজির

VIEW MORE
advertisement
advertisement