Viral Video: অবাক কাণ্ড! স্ট্রং রুম ছেড়ে মাছ ধরছেন রাইফেলধারী হোমগার্ড! ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক

Last Updated:
+
মাছ

মাছ ধরার ছবি

উত্তর দিনাজপুর: ইভিএমের স্ট্রং রুম পাহারা দেওয়ার গুরুদায়িত্ব ফেলে রেখে মাছ ধরছেন এক রাইফেলধারী হোমগার্ড। রায়গঞ্জ পলিটেকনিক কলেজের বাইরের এমনই এক ভিডিও সম্প্রতি সামনে এসেছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা। তবে ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক। এ নিয়ে বিরোধীরা পুলিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনা জানাজানি হতেই ওই হোমগার্ডকে ক্লোজ করা হয়েছে। বাম-কংগ্রেসের জোট প্রার্থী আলি ইমরান রমজ বলেন, ‘স্ট্রং রুমের বাইরে পাহারার দায়িত্ব রয়েছে রাজ্য পুলিশের ওপর। পুলিশ যদি দায়িত্ব ছেড়ে মাছ ধরতে যায় তাহলে তাদের প্রতি আমাদের আস্থা কিভাবে থাকবে। সেজন্য আমরা বারবার দাবি করেছি, কেন্দ্রীয় বাহিনী দিয়ে যেভাবে নির্বাচন করানো হয়েছে, ঠিক সেইভাবেই গণনার দিন তাদের উপর দায়িত্ব দিতে হবে। রাজ্য পুলিশ মাছ ধরুক, আর কেন্দ্রীয় বাহিনীর উপর শান্তিপূর্ণভাবে ভোট গণনার দায়িত্ব দেওয়া হোক। ইতিমধ্যে রাজ্য পার্টির তরফেও এই দাবি করা হয়েছে।‘
advertisement
যদিও এই ব্যাপারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী বলেন ‘স্ট্রং রুম সিল করা আছে। ওখানে সিসিটিভিও রয়েছে। কেন্দ্রীয় বাহিনী আছে। তারপর ইভিএম সিল রয়েছে। ইভিএম যখন খোলা হয় সেই সময়ও দেখা হয়। বিরোধীরা টেকনিক্যাল ব্যাপারগুলো জানেন না, ওগুলো জানতে হবে।’
advertisement
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Viral Video: অবাক কাণ্ড! স্ট্রং রুম ছেড়ে মাছ ধরছেন রাইফেলধারী হোমগার্ড! ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement