জ্যোতি বসুর নিরিবিলির ঠিকানা! সেই জায়গা এক রাতে ধ্বংস, মন খারাপ রাঁধুনি পরিবারের
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Hollong Bunglow Fire incident: মঙ্গলবার রাতে আচমকাই বিধ্বংসী আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় জলদাপাড়ার জনপ্রিয় বাংলো হলংবাংলো। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে কাঠের তৈরি এই বাংলোয়।
জলপাইগুড়ি: মঙ্গলবার রাতে আচমকাই বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে যায় জলদাপাড়ার জনপ্রিয় হলং বাংলো। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে কাঠের তৈরি এই বাংলোয়।
অধুনা জলপাইগুড়ি জেলায় অবস্থিত, বর্তমানে আলিপুরদুয়ার জেলার মাদাড়িহাট থানার অন্তর্গত জলদাপাড়া জাতীয় উদ্যানের ভেতর থাকা এই বাংলো বহু ইতিহাসের সাক্ষী। পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ হলং বন বাংলো।
দাবানলের গতিতে এই খবর ছড়িয়ে পড়তেই রাজ্যে তথা দেশ জুড়ে ছড়িয়ে থাকা বন ও বন্যপ্রাণপ্রেমী পর্যটকদের মন খারাপ। বন বাংলো পুড়ে যাওয়ার খবর শুনে হতাশ জলপাইগুড়ির রেসকোর্স পাড়ার হুসেন পরিবার।
advertisement
advertisement
আরও পড়ুন- আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের কাঁপানো আপডেট, লাল, কমলা ও হলুদ সতর্কতা
জলদাপাড়া বন বাংলোর সঙ্গে এই পরিবারের সদস্যদের যোগসূত্র বহু দিনের। পরিবারের অন্যতম সদস্য ২০১৯ সালে প্রয়াত কবীর হুসেন ছিলেন জলপাইগুড়ির সরকারী সার্কিট হাউসের প্রধান সেফ।
পুজোর ছুটিতে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু প্রায় প্রতি বছর দু-চার দিন এসে থাকতেন পুড়ে যাওয়া হলং বন বাংলোটিতে। আর সেই দিন গুলোতে রান্নার জন্য ডাক পড়ত কবীর হুসেনের।
advertisement
আরও পড়ুন- কেন পুড়ে গেল ঐতিহ্যের হলং বন বাংলো? সামনে এল চাঞ্চল্যকর কারণ, শুরু গভীর তদন্ত
আজও সেই স্মৃতি মনে পড়ে প্রয়াত কবীর হুসেনের স্ত্রী-পুত্রের। একদা মুখ্যমন্ত্রীর প্রিয় পাচকের হাতে রান্না করা ঢেঁকি শাক, বোরলি মাছের ঝোল খেয়ে খুশিতে জ্যোতি বসু তাঁদের পরিবারের জন্য নতুন কাপড় পাঠিয়ে দিতেন। এ কথা জানালেন ফতেমা বেগম। আজ সেসব শুধুই ইতিহাস।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
June 19, 2024 5:30 PM IST