Agriculture: বরফের মতো সাদা, অধিক ফলনশীল ফুলকপি এই হেমরানি!

Last Updated:

শীতকালে হেমরানি জাতের ফুলকপি চাষ করেই ভাল টাকা আয়ের পথ দেখছেন যুবক। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের যোগীপুকুরের যুবক দীপক দেবশর্মা।

+
হেমরানি

হেমরানি

উত্তর দিনাজপুর: দেখতে বরফের মতো সাদা, অধিক ফলনশীল ফুলকপি দের রানি এই হেমরানি। শীতকালে হেমরানি জাতের ফুলকপি চাষ করেই ভাল টাকা আয়ের পথ দেখছেন যুবক। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের যোগীপুকুরের যুবক দীপক দেবশর্মা। শীত পড়তেই তিনি শুরু করেছেন হেমরানি জাতের ফুলকপি চাষ। জানা যায় আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে এই হেমরানি জাতের ফুলকপি তিনি লাগিয়েছিলেন। এই ফুলকপির বিশেষত্ব হল লাগানোর ৬০ দিন পরেই এই ফুলকপি তে ফুল আসতে শুরু করে এবং বাম্পার ফলন হয়।
কৃষক দীপক দেবশর্মা জানান ৫০০০ টাকা খরচ করে তার ৫ কাঠা জমিতে তিনি এই হেমরানি জাতের ফুলকপির লাগিয়েছিলেন। এই জাতের ফুলকপি মাঝারি ও উচু জমিতে সফলভাবে চাষ করা যায়। দোআঁশ মাটি বা বেলে দোআঁশ মাটিতে এই জাতের ফুলকপির চাষ ভালো হয়। জানা যায় এই জাতের ফুলকপির প্রতি একর জমির গড় ফলন ১০০ কুইন্টাল ও পর্যন্ত।
advertisement
advertisement
একই সময়ে, সর্বাধিক ২৪০ কুইন্টাল পর্যন্ত ফলন পাওয়া যাবে। এই ফুলকপি গুলো বাজারে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হয়। বিশেষজ্ঞ অবেন দেবশর্মা জানান উত্তর দিনাজপুরের বহু কৃষক এই শীতে হেমরানি এই জাতের ফুলকপি চাষ শুরু করেছেন। অন্যান্য ফুলকপির তুলনায় দেখতে সুন্দর ও ভাল ফলন হওয়ায় এই হেমরানি চাষ করেই ভাল টাকা আয়ের দিশা দেখছেন কৃষক।
advertisement
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Agriculture: বরফের মতো সাদা, অধিক ফলনশীল ফুলকপি এই হেমরানি!
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement