Har Gauri Puja: হর-গৌরীর পুজোয় ভক্তের ঢল
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Har Gauri Puja: বিশেষ এই পুজোর আয়োজন করা হয় সকলের মঙ্গল কামনা করার জন্য। কবে এই পুজোর সূচনা হয়েছিল সেটা বলা অসম্ভব। তবে প্রাচীন লোকমতে এই পুজো আজও হয়ে আসছে বিভিন্ন এলাকায়
কোচবিহার: উত্তরবঙ্গের বিভিন্ন জেলার মধ্যে লোক সংস্কৃতির নানান ঐতিহ্য ও পুজো-পার্বণ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই সমস্ত বিষয়গুলি আজও বেশকিছু গ্রামে দেখতে পাওয়া যায়। সাধারণভাবে বিভিন্ন ধরনের পুজো আমরা বিভিন্ন সময় হতে দেখি। তবে গ্রাম বাংলা একটি বিশেষ পুজো দেখতে পাওয়া যায়। এই বিশেষ পুজোর নাম চড়ক পুজো। বিশেষ এই পুজোর পুরোহিত রাজীব চক্রবর্তী জানান, চড়ক পুজোর সম্পর্কে তো অনেকেই জানেন। চড়কের একদিন আগের রাতে এক বিশেষ পুজোর আয়োজন করা হয়। এই পুজোয় যে দেবতার মূর্তি প্রতিষ্ঠিত করা হয় সেই মূর্তির অর্ধেক অংশ হয় দেবীর এবং অর্ধেক অংশ হয় দেবতার। মূলত দেবী পার্বতী ও মহাদেবকে এখানে কল্পনা করা হয়। এই কারণেই এই পূজোর নাম হর-গৌরী কিংবা শিব-পার্বতী পুজো।
বিশেষ এই পুজোর আয়োজন করা হয় সকলের মঙ্গল কামনা করার জন্য। কবে এই পুজোর সূচনা হয়েছিল সেটা বলা অসম্ভব। তবে প্রাচীন লোকমতে এই পুজো আজও হয়ে আসছে বিভিন্ন এলাকায়। এই পুজোর দুই উদ্যোক্তা রবি সন্ন্যাসী ও বাদল দাস জানান, বর্তমান সময়ে এই পুজো কোথাও খুব একটা দেখতে পাওয়া যায় না। তবে যে সমস্ত এলাকায় এখনো চরক পুজোর আয়োজন করা হয়। সেখানে এই পুজোর আয়োজন করা হয়ে থাকে।
advertisement
advertisement
দীর্ঘ সময় ধরে তারা চড়ক পুজো করেন। তাই এই বিশেষ পুজোরও আয়োজন করা হয়। এই পুজোর সময় দুজনকে শিব এবং পার্বতী সাজানো হয়। ঢাকের তালে তাঁরা দু’জন নৃত্য করেন। আজও বহু মানুষ এই পুজোগুলিকে আঁকড়ে ধরে রেখেছেন। তাই তো বছরের এই বিশেষ সময় গ্রাম বাংলার বহু এলাকায় এই বিশেষ পূজোর আয়োজন হতে দেখা যায়।
advertisement
সার্থক পণ্ডিত
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 25, 2024 6:39 PM IST