বাম্পার লাফ! পরনে শাড়ি চলছে জিমন্যাস্টিকসের খেল! বাংলার মেয়ে হলেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
ভিডিও দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশেও পৌঁছে গিয়েছে।
#রায়গঞ্জ: শাড়ি পরে জিমন্যাস্টিকস করে ভিডিও ভাইরাল।রায়গঞ্জ ব্লকের আব্দুলঘাটার বাসিন্দা নকুল সরকারের মেয়ে মিলি সরকার। মেয়ের এই সাফল্যে খুশী বাবা নকুলবাবু। আগামীতে আরও কিছু করে দেখাতে চাইছে মিলি। গরীব পরিবারে জিমন্যাস্টিকস, যোগা এবং কন্টেমপোরারি ড্যান্স শেখা ছিল খুবই কঠিন৷ এই প্রতিকূলতার মধ্যেও তিনটি সমানভাবে চালিয়ে যাচ্ছেন মিলি সরকার৷ রায়গঞ্জ ব্লকের কুলিক নদীর ধারের গ্রাম আব্দুলঘাটা র বাসিন্দা নকুল সরকারের মেয়ে মিলি সরকার। পাঁচ বছর আগে শিলিগুড়ির একটি সংস্থায় ড্যান্স শেখা শুরু করেন তিনি। লকডাউন কারণে সবকিছুই ওলোট পালট হয়ে যায়। লকডাউনের কারণে যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকার ফলে শিলিগুড়িতে যাওয়া বন্ধ করে দিতে হয়। তাই বাড়িতেই যোগা প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছেন মিলি সরকার।
২০১৮ সালে মহারাষ্ট্রে সর্বভারতীয় যোগা প্রতিযোগিতায় অসামান্য সাফল্য লাভ করেন তিনি। এই প্রতিযোগিতায় মিলি চ্যাম্পিয়ান হয়ে স্বর্ন পাদক লাভ করেন। গরীব পরিবারের সন্তান হলেও পরিবার তাঁর উৎসাহে বাধা হয়ে দাঁড়ায়নি। বারা নকুলবাবুর মহারষ্ট্রে পাঠানোর জন্য আর্থিক সামর্থ না থাকলেও অন্যের কাছ থেকে ৫০ হাজার টাকা ঋন নিয়ে তাকে পাঠাতে হয়েছিল। সর্বভারতীয় প্রতিযোগিতায় অসামান্য সাফল্যের পর সবকিছু ভুলে যান নকুলবাবু।
advertisement
advertisement
advertisement
advertisement
দুই মেয়ে এক ছেলে মোট পাঁচজনের পরিবারে গাড়ির চালিয়ে সংসার তিনি চালান । বাড়িতে বসেই কিছু করার ইচ্ছা তৈরী হয়। মিলি জেনেছেন সোশ্যাল মিডিয়ায় কিছু ভাল ভিডিও দেখাতে পারলে, তার চাহিদা আছে। এমনকী সেখান থেকে টাকা আয়ও হয়৷ সেটাকে মাথায় রেখে কাপড় পরে জিমন্যাষ্টিকের কিছু শট সোশ্যাল মিডিয়ায় ছাড়েন। সেই ছবি ছাড়ার পর তাঁর ওই ছবি ও ভিডিও ভাইরাল হয়ে যায়। মিলি জানিয়েছেন, জিমন্যাস্টিকস ভাল ভাবে শিখলে কোন সমস্যাই সমস্যা নয়। তাই কাপড় পরে এটা করেছেন। মেয়ের সাফল্যে খুশি বাবা নকুল সরকার।
advertisement
advertisement
advertisement
নকুলবাবু জানান, গরীব মানুষের কাছে এসব হয়ত একটু বাড়াবাড়ি। তবে মেয়ে সমস্ত কিছু বুঝে এই কাজ করছে। তাঁর ছবি, ভিডিও দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশেও পৌঁছে গিয়েছে। মেয়ে যা কিছু করতে চায় সেটাতেই তাকে সাহায্য করবেন বলেন জানা নকুলবাবু।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 05, 2020 3:54 PM IST