পঞ্চায়েত অফিসের কাজ সামলে করছেন পড়াশোনা...! স্বপ্ন পূরণ হবে পাহাড়ের সোনমের?

Last Updated:

এলাকার উচ্চতা ২৮০০ ফুটের বেশি হবে। সেখানকার ছোট গ্রাম আদমা। এই গ্রামের মেয়ে সোনম ডুকপা। তিনি রাজাভাতখাওয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান। পাশাপাশি চলছে তার সরকারি পরীক্ষার প্রস্তুতি।

+
সোনম

সোনম ডুকপা

আলিপুরদুয়ার: এলাকার উচ্চতা ২৮০০ ফুটের বেশি হবে। সেখানকার ছোট গ্রাম আদমা। এই গ্রামের মেয়ে সোনম ডুকপা। তিনি রাজাভাতখাওয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান। পাশাপাশি চলছে তাঁর সরকারি পরীক্ষার প্রস্তুতি।
প্রত্যন্ত এলাকার ছেলেমেয়েরা কিছু করতে পারেনা, এই ধারণা ভাঙতে পেরেছেন সোনম। এখন তাঁকে দেখেই বক্সা পাহাড়ের প্রত্যন্ত এলাকার ছেলেমেয়েরা নিজেদের লক্ষ্য স্থির করে তার উদ্দেশ্যে এগিয়ে যেতে শিখেছে। সোনমের বাড়িতে কলেজে কেউ পড়াশোনা করেনি। সোনম প্রথম কলেজ পড়ুয়া।
advertisement
advertisement
বাবার পেশা পশুপালন, মা গৃহবধূ। আদমাকে ভুলতে পারেননি সোনম। রাজাভাতখাওয়া এলাকার ভাড়া বাড়িতে কর্মসূত্রে থাকলেও, সপ্তাহের শেষের দিনগুলিতে পাহাড়ি পাকদন্ডি পেরিয়ে আদমাতে চলে যায় তিনি। সোনমের ইচ্ছে সরকারি আমলা হওয়ার। যার কারণে পঞ্চায়েত প্রধানের কাজের পাশাপাশি সরকারি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তিনি। সোনম ডুকপা জানান, \”নার্স হওয়ার ইচ্ছে আমার প্রথমে ছিল। কিন্তু সময়ের অভাবে তা হবে না।কলেজ শেষ হয়েছে, এখন সরকারি আমলা হওয়ার পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি পঞ্চায়েত প্রধান হিসেবেও পরিষেবা দিচ্ছি।\”
advertisement
রাজ্যের শাসক দল ২০১৮ সালে তাঁকে রাজাভাতখাওয়া গ্রাম পঞ্চায়েতের থেকে ভোটে লড়ার জন্য মনোনীত করে। জয়ী হয়ে মানুষের জন্য কাজ শুরু সেই থেকে। ২০২৩ সালে ফের পঞ্চায়েত নির্বাচনে লড়ে জয়ী হন তিনি। পঞ্চায়েত প্রধান হন।কলেজে পড়ছিলেন পাশাপাশি পঞ্চায়েতের দায়িত্ব সামলেছেন। মনোবল দৃঢ় থাকতে দেখা গিয়েছে সোনমের। জেলার এই কনিষ্ঠ পঞ্চায়েত প্রধানকে কুর্নিশ জানাচ্ছেন সকলে।
advertisement
অনন্যা দে 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
পঞ্চায়েত অফিসের কাজ সামলে করছেন পড়াশোনা...! স্বপ্ন পূরণ হবে পাহাড়ের সোনমের?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement