Home /News /north-bengal /
Governor Darjeeling Visit: মুখ্যমন্ত্রীর সফরের মধ্যেই পাহাড়ে রাজ্যপাল! বুধবার দার্জিলিং পৌঁছচ্ছেন জগদীপ ধনখড়

Governor Darjeeling Visit: মুখ্যমন্ত্রীর সফরের মধ্যেই পাহাড়ে রাজ্যপাল! বুধবার দার্জিলিং পৌঁছচ্ছেন জগদীপ ধনখড়

ফের মুখোমুখি সাক্ষাৎ? Photo: Representative Image

ফের মুখোমুখি সাক্ষাৎ? Photo: Representative Image

Governor Darjeeling Visit: দার্জিলিং রাজভবনে হবে জিটিএ প্রধানের শপথগ্রহণ অনুষ্ঠান। অনুষ্ঠানে যোগ দিতে আগামিকালই দার্জিলিং যাচ্ছেন রাজ্যপাল। ওই সময়ে পাহাড়ে থাকবেন মুখ্যমন্ত্রীও।

  • Share this:

#শিলিগুড়ি : জিটিএ-র সিইও শপথ অনুষ্ঠানে যোগ দিতে বুধবারই সকালে বিমানে বাগডোগরা পৌঁছচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বাগডোগরা থেকে সড়কপথে দার্জিলিং যাবেন তিনি। ১৪ তারিখ বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে ১১ টার মধ্যেই অনুষ্ঠিত হবে শপথ গ্রহণ অনুষ্ঠান।

দার্জিলিং রাজভবনে হবে জিটিএ প্রধানের শপথগ্রহণ অনুষ্ঠান। অনুষ্ঠানে যোগ দিতে আগামিকালই দার্জিলিং যাচ্ছেন রাজ্যপাল। ওই সময়ে পাহাড়ে থাকবেন মুখ্যমন্ত্রীও।পাহাড় থেকে ১৪ তারিখ ফেরার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের।  (Governor Darjeeling Visit)।

আরও পড়ুন : 'বড় গাড়ি ছাড়ুন, সাইকেলে ঘুরুন...' ধূপগুড়িতে নেতাদের ক্লাস নিলেন অভিষেক! ২১ জুলাই 'রিপোর্ট' নিয়ে আসার নির্দেশ

চার দিনের পাহাড় সফরে গতকালই দার্জিলিং পৌঁছছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড়ের জন্য শিল্পে বিনিয়োগ থেকে শুরু করে পানীয় জল সমস্যার সমাধান, চাকরি সহ যাবতীয় কিছুই করে দেবেন তিনি৷ কিন্তু তার বিনিময়ে পাহাড়বাসীর থেকে একটিই প্রতিশ্রুতি চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর আবেদন, ধান্দাবাজ কোনও নেতার ফাঁদে যেন আর পা না দেন পাহাড়ের বাসিন্দারা (Governor Darjeeling Visit)৷

আরও পড়ুন : নিজের হাতে বানিয়ে দার্জিলিংয়ে ফুচকা খাওয়ালেন মমতা! পাহাড়ে অন্য মেজাজে মুখ্যমন্ত্রী

এ দিন দার্জিলিংয়ের ম্যালে জিটিএ-এর নবনির্বাচিত ৪৫ জন সদস্যের শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী৷ সেই অনুষ্ঠানেই বক্তব্য রাখতে গিয়ে পাহাড়কে নিয়ে তাঁর আগামী দিনের পরিকল্পনার কথা শুনিয়েছেন মমতা৷ একইসঙ্গে পাহাড়ে রাজনৈতিক ভাষণ ও কর্মসূচির পাশাপাশি বরাবরই একটু অন্যরকম জনসংযোগে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়কে দার্জিলিঙের পথে দেখা গিয়েছিল নিজে হাতে মোমো বানাতে। এবার তাঁকে দেখা গিয়েছে ফুচকা বানাতে। সবমিলিয়ে পাহাড়ের মন জয়ে কোনও কসুর রাখছেন না মমতা। (Governor Darjeeling Visit)৷

Published by:Sanjukta Sarkar
First published:

Tags: Governor, Governor Jagdeep Dhankhar, Mamata Banerjee

পরবর্তী খবর