হোম /খবর /উত্তরবঙ্গ /
#Egiye Bangla: কোয়েল পালনে উৎসাহ দিচ্ছে সরকার, ধূপগুড়িতে পরীক্ষামূলক কোয়েল চা

#Egiye Bangla: কোয়েল পালনে উৎসাহ দিচ্ছে সরকার, ধূপগুড়িতে পরীক্ষামূলক কোয়েল চাষ

  • Last Updated :
  • Share this:

    #ধূপগুড়ি: একদিকে পোলট্রির মাংসের চাহিদা পূরণ, অন্যদিকে দেশি মুরগির মাংসের বিকল্প। কোয়েলের ডিম ও মাংস বিক্রির মাধ্যমে কৃষকদের আর্থিক পথ দেখানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। কৃষি দফতরের উদ্যোগে ধূপগুড়ি মহকুমার কৃষি খামারে পরীক্ষামূলকভাবে কোয়েল পালন শুরু হয়েছে।

    দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ-সহ বিভিন্ন জেলায় জনপ্রিয়তা পেলেও উত্তরবঙ্গে কোয়েল পালন তেমনভাবে শুরু হয়নি। পরীক্ষামূলকভাবে কৃষি দফতরের উদ্যোগে ধূপগুড়ি মহকুমার কৃষি খামারে কোয়েল পালন শুরু হয়েছে। কোয়েলের মাংস ও ডিম বিক্রি করে কৃষকরা যাতে লাভবান হন, সেই কারণেই উদ্যোগী কৃষি দফতর। সকালে ও বিকেলে খাবার দেওয়া ছাড়া কোয়েল পালনে কোনও পরিশ্রমই নেই।

    কোয়েল পালনে লাভ

    -------------------------

    - কোয়েলের এক কেজি মাংসের দাম ৬০০ টাকা

    - বছরে একটি কোয়েল ২৫০-৩০০টি ডিম দেয়

    - একেকটি ডিমের সরকারি মূল্য ৩ টাকা

    আগামীদিনে পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই পাখি পালনের জন্য বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

    First published:

    Tags: Dhurguri, Egiye Bangla, Koyel, Poultry