#ধূপগুড়ি: একদিকে পোলট্রির মাংসের চাহিদা পূরণ, অন্যদিকে দেশি মুরগির মাংসের বিকল্প। কোয়েলের ডিম ও মাংস বিক্রির মাধ্যমে কৃষকদের আর্থিক পথ দেখানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। কৃষি দফতরের উদ্যোগে ধূপগুড়ি মহকুমার কৃষি খামারে পরীক্ষামূলকভাবে কোয়েল পালন শুরু হয়েছে।
দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ-সহ বিভিন্ন জেলায় জনপ্রিয়তা পেলেও উত্তরবঙ্গে কোয়েল পালন তেমনভাবে শুরু হয়নি। পরীক্ষামূলকভাবে কৃষি দফতরের উদ্যোগে ধূপগুড়ি মহকুমার কৃষি খামারে কোয়েল পালন শুরু হয়েছে। কোয়েলের মাংস ও ডিম বিক্রি করে কৃষকরা যাতে লাভবান হন, সেই কারণেই উদ্যোগী কৃষি দফতর। সকালে ও বিকেলে খাবার দেওয়া ছাড়া কোয়েল পালনে কোনও পরিশ্রমই নেই।
কোয়েল পালনে লাভ
-------------------------
- কোয়েলের এক কেজি মাংসের দাম ৬০০ টাকা
- বছরে একটি কোয়েল ২৫০-৩০০টি ডিম দেয়
- একেকটি ডিমের সরকারি মূল্য ৩ টাকা
আগামীদিনে পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই পাখি পালনের জন্য বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dhurguri, Egiye Bangla, Koyel, Poultry