মিলল ছাড়পত্র, ১২০০ কেজি আম লন্ডনে পাঠাচ্ছে রাজ্য
Last Updated:
মুখ্যমন্ত্রীর উদ্যোগে মালদার আম পাড়ি দিল সুদূর লন্ডনে। আম রফতানির দায়িত্বে রয়েছে কলকাতার একটি সংস্থা। একাধিক গুণমান পরীক্ষার পর রফতানির ছাড়পত্র দিল কেন্দ্রীয় কৃষি মন্ত্রক।
#মালদা: মুখ্যমন্ত্রীর উদ্যোগে মালদার আম পাড়ি দিল সুদূর লন্ডনে। আম রফতানির দায়িত্বে রয়েছে কলকাতার একটি সংস্থা। একাধিক গুণমান পরীক্ষার পর রফতানির ছাড়পত্র দিল কেন্দ্রীয় কৃষি মন্ত্রক।
এবার মালদার ল্যাংড়ার স্বাদ মিলবে লন্ডনে বসেই। মুখ্যমন্ত্রীর উদ্যোগে ন’বছর পর বিমানে সেদেশে পাড়ি দিল মালদার আম। ব্রিটেনের বাজার ধরতে পাঠানো হল বেস্ট কোয়ালিটির ল্যাংড়া।
উদ্যানপালন দফতরের সহ অধিকর্তা রাহুল চক্রবর্তীর কথায়,‘‘প্রথম কনসাইনমেন্টে ১২০০ কেজি ল্যাংড়া পাঠানো হচ্ছে। ওখানে ৩ কেজির প্যাকেট বিকোবে সাড়ে ৬ থেকে ৮ পাউন্ডে।’’
advertisement
advertisement
গুণমানে ঘাটতি থাকাতেই এতদিন মালদার আম নিতে অস্বীকার করছিল ইউরোপের দেশগুলি। কিন্তু এখন সেই সমস্যা মিটেছে। রফতানির ছাড়পত্র পেতে মানতে হয়েছে একাধিক মাপকাঠি। এগুলি হল..
-- আম উৎপাদক সংস্থার বাধ্যতামূলক সরকারি নথিভুক্তি
-- কীটনাশকের ব্যবহার ছাড়াই আম উৎপাদন
-- সরকারি গাইডলাইন মেনে চাষ, সার প্রয়োগ
-- আমের ‘হট ওয়াটার’ ও ‘প্রি-কুলিং’ ট্রিটমেন্ট
advertisement
মালদার আম বিদেশে রফতানি হলে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় হবে। গত ফেব্রুয়ারিতে জেলা সফরে এসে মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন, মালদার আম লন্ডনে পাঠানোর ব্যবস্থা করবে সরকার।
মালদহের অতিরিক্ত জেলাশাসক পদম সুনম বললেন, ‘‘মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতোই মালদার আম লন্ডনে যাচ্ছে। এতে আর্থিক লাভ হবে।’’
উদ্যোগ সফল হলে আগামি দিনে ল্যাংড়ার পাশাপাশি অন্যান্য প্রজাতির আমও লন্ডনে পাঠানো হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 03, 2018 8:22 AM IST