River Erosion: বর্ষা এলেই রাক্ষসের রূপ! নদী ভেঙে এসেছে ঘরের দরজায়, তবুও নেই প্রশাসনিক বন্দোবস্ত

Last Updated:

কোচবিহারের বানেশ্বর সিদ্ধেশ্বরী ও খাপাইডাঙা এলাকার মধ্যে দিয়ে বয়ে গিয়েছে বঙতি নদী।

+
নদীর

নদীর ভাঙনে সমস্যা

কোচবিহার: কোচবিহারের বানেশ্বর সিদ্ধেশ্বরী ও খাপাইডাঙা এলাকার মধ্যে দিয়ে বয়ে গিয়েছে বঙতি নদী। বিগত পাঁচ বছর ধরে বর্ষার সময় এলেই এই নদীর ভাঙন আগ্রাসী রূপ নেয়। গত দুই বছর ধরে নদীর ভাঙন বেড়ে উঠেছে অনেকটাই। বছরের অন্যান্য সময় নদীটি দেখলে কিছুই মনে হবে না। তখন নদী হেঁটে পেরিয়ে যেতে পারবেন যেকোন মানুষ। তবে বর্ষার সময় নদীর আগ্রাসী রূপ ভয় দেখায় সকলকে। বহু কৃষি জমি ইতিমধ্যেই নদী নিয়ে নিয়েছে। বর্তমানে আসন্ন বর্ষার নদীর ভাঙন নিয়ে চিন্তায় রয়েছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা কল্পনা বর্মন এবং স্বপ্না পাল জানান, বঙতি নদী একসময় তাঁর বাড়ি থেকে বেশ কিছুটা দূরে ছিল। তবে ভাঙনের কারণে নদী বর্তমানে তাঁর বাড়ি থেকে হাত খানেক দূরত্বের মধ্যে চলে এসেছে। নদীর ভাঙন এতটাই হয়েছে গত দুই বছরে। তাঁদের বহু চাষের জমি আগেই নদীর মধ্যে চলে গিয়েছে। এবার বসত বাড়ি চলে যাওয়ার পালা। তবে দীর্ঘ সময় হয়ে গেলেও এই নদীর ভাঙন রোধে নেওয়া হয়নি কোন ব্যবস্থা। বছরের অন্যান্য সময় এই নদীতে জল থাকে না বললেই চলে। তবে বর্ষার মরশুম এলেই নদী একেবারে আগ্রাসী রূপ নিয়ে নেয়।
advertisement
advertisement
এই এলাকা দিয়ে নিত্য চলাচলকারী নিতাই দে জানান, “এলাকার বাচ্চারা স্কুলে যেতে এবং মানুষ চলাচল করতে যে রাস্তা ব্যবহার করে। সেই রাস্তার একাংশ‌ও নদী গর্ভে তলিয়ে গিয়েছে ইতিমধ্যেই। আগামী দিনে হয়ত এই এলাকায় আর রাস্তা বলে কিছুই থাকবে না। সমস্যা আরও বেড়ে উঠবে।” এলাকাবাসীদের অভিযোগ, সরকারিভাবে এখনও নদীর ভাঙন রোধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। খাপাইডাঙ্গা অঞ্চল প্রধান হলধর সরকার এবং বানেশ্বর অঞ্চল প্রধান শ্যামল ঘোষ এই বিষয়ে কোন মন্তব্য করতে চাননি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে বর্তমান সময়ে স্থানীয় মানুষের একাংশ চরম বিপাকে পড়েছেন। সরকারি ভাবে দ্রুত যদি এই নদীর পাড় বাঁধ সংস্কারের কাজ না করা হয়। তবে অদূর ভবিষ্যতে আরও সমস্যা বাড়বে। তখন এলাকার মানুষের অনেকটাই বেশি অস্বস্তিতে পড়তে হবে। তাই এলাকার মানুষেরা দ্রুত জরুরি পদক্ষেপ দাবি জানাচ্ছেন এই নদীর ভাঙনকে কেন্দ্র করে।
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
River Erosion: বর্ষা এলেই রাক্ষসের রূপ! নদী ভেঙে এসেছে ঘরের দরজায়, তবুও নেই প্রশাসনিক বন্দোবস্ত
Next Article
advertisement
Bidhannagar Rail Station: এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মুহূর্তের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মিনিটের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
  • বিধাননগর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা৷

  • ট্রেন থেকে পড়ে মৃত্যু যাত্রীর৷

  • কী হয়েছে দেখতে গিয়ে মৃত আরও ১৷

VIEW MORE
advertisement
advertisement