সরকারি হোমে চাঞ্চল্যকর ঘটনা! ভোররাতে ৩ আবাসিক...! প্রশ্নের মুখে শিশুদের নিরাপত্তা
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
Government Home Residents Escaped: পুরো ঘটনার তদন্তে বালুরঘাট থানার পুলিশ ও জেলা প্রশাসন
দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামীঃ সরকারি হোম থেকে ফের নাবালক আবাসিক পালালেন। বালুরঘাটের হোসেনপুর এলাকায় অবস্থিত শুভায়ন হোম থেকে ৩ আবাসিক পালিয়েছেন। ওই ৩ জনের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এদিকে মুখে কুলুপ এঁটেছে হোম কর্তৃপক্ষ।
বিষয়টি জানাজানি হতেই এদিন দুপুরে ঘটনাস্থলে আসেন অতিরিক্ত জেলা শাসক (ভূমি ও রাজস্ব) হরিশ রসিদ, বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস সহ বিশাল পুলিশ বাহিনী ও প্রশাসনিক আধিকারিকরা। পুরো ঘটনার তদন্তে বালুরঘাট থানার পুলিশ ও জেলা প্রশাসন।
আরও পড়ুনঃ বাড়িতে আটকে শিশু-বয়স্ক, প্রাণভয়ে রয়েছে মানুষ! দাঁইহাটে মারাত্মক অবস্থা, ক্ষোভে ফুঁসছেন সবাই
জানা যায়, এদিন ভোররাতে হোমের প্রাচীর টপকে তিনজন আবাসিক পালান। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কিন্তু কীভাবে এমন ঘটনা ঘটল? কেনই বা পালিয়ে গেলেন ৩ আবাসিক? উঠছে এমনই নানা প্রশ্ন। হোমের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা অবশ্য সেই বিষয়ে মুখ খুলতে চাননি।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিকে বিষয়টি জানাজানি হতেই শুভায়ন হোমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিন বালুরঘাট থানায় এই নিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ ও জেলা প্রশাসন। তবে এখনও পর্যন্ত পলাতক নাবালকদের কোনও খোঁজ পাওয়া যায়নি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 25, 2025 5:58 PM IST