Dakshin Dinajpur News: নিউজ ১৮-এর খবরের জের, বালুরঘাট বিমানবন্দর চালু করতে তৎপরতা

Last Updated:

উত্তরবঙ্গের মানুষের কথা ভেবে বালুরঘাট বিমানবন্দর চালু করার ব্যাপারে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। আপাতত কেন্দ্রীয় সরকারের অধীনস্থ রাইটসকে দিয়ে একটি সমীক্ষা করিয়ে ডিজিসিএ'র লাইসেন্সের জন্য আবেদন করবে জেলা পরিবহণ দফতর

+
বিমানবন্দর

বিমানবন্দর চালুর তৎপরতা

দক্ষিণ দিনাজপুর: দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে বালুরঘাট বিমানবন্দর। বিষয়টি নিয়ে নিউজ ১৮ বাংলা খবর করার পর রাইটস এবং পরিবহণ দফতরের আধিকারিকদের একটি দল বালুরঘাট বিমানবন্দর পরিদর্শনে এল।
দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জানা গিয়েছে, উত্তরবঙ্গের মানুষের কথা ভেবে বালুরঘাট বিমানবন্দর চালু করার ব্যাপারে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। আপাতত কেন্দ্রীয় সরকারের অধীনস্থ রাইটসকে দিয়ে একটি সমীক্ষা করিয়ে ডিজিসিএ’র লাইসেন্সের জন্য আবেদন করবে জেলা পরিবহণ দফতর। প্রসঙ্গত, বালুরঘাট শহরে প্রবেশ মুখে মাহিনগর এলাকায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সামরিক প্রয়োজনে ব্রিটিশরা অস্থায়ীভাবে এই বিমানবন্দরটি তৈরি করেছিল। পরবর্তীতে তা বন্ধ হয়ে যায়। আবার ৭১ সালে ভারত-চিন যুদ্ধের সময় সামরিক প্রয়োজনে এই বিমানবন্দরটি চালু করা হয়েছিল। এরপর ২০১৫-১৬ এর দিকে রাজ্য পূর্ত দফতর প্রায় ১১ কোটি টাকা খরচে বিমানবন্দরের সমস্ত পরিকাঠামোর কাজ শুরু করে। ২০১৭ সালে সেই কাজ শেষ হলেও আজ‌ও অবধি বিমানবন্দরটি চালু হয়নি।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
সংস্কারের পরেও পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় ক্ষতি হচ্ছে বালুরঘাট বিমানবন্দরের। এ অবস্থায় পরিবহণ দফতর উদ্যোগী হয়ে সমীক্ষা করে দেখতে চাইছে উড়ান চালুর জন্য কতটা উপযুক্ত অবস্থায় আছে বিমানবন্দরটি। এখানে কী কী পরিকাঠামো আছে, নতুন কি গড়তে হবে সেগুলোই খতিয়ে দেখে রাইটস ও পরিবহণ দফতরের আধিকারিকরা। এদিকে প্রশাসনের একটি সূত্র মারফত খবর, বিমান চলাচলের জন্য বালুরঘাট বিমানবন্দরে এখনই উপযুক্ত পরিকাঠামো নেই। তবে দ্রুত কোন‌ও সদর্থক বার্তা আসবে বলে আশা করছেন সকলে।
advertisement
সুস্মিতা গোস্বামী
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Dakshin Dinajpur News: নিউজ ১৮-এর খবরের জের, বালুরঘাট বিমানবন্দর চালু করতে তৎপরতা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement