Malda Tourism: পর্যটকদের জন্য সুখবর, দীর্ঘদিন বন্ধের পর খুলল মালদহের গৌড়ের পর্যটনস্থল, ঘুরে আসুন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
Malda Tourism: দীর্ঘ কয়েক মাস ধরে বন্ধ থাকার পর আবার খুলল মালদহের প্রাচীন গৌড়ের পর্যটনস্থল। ছুটি কাটাতে ভিড় জমছে পর্যটকদের। প্রাচীন ধ্বংসাবশেষ গৌড়ের ইতিহাসকে কাছ থেকে দেখতে জেলা-সহ ভিন জেলা থেকে ভিড় জমাচ্ছেন পর্যটকরা।
মালদহ: দীর্ঘদিন ধরে বন্ধ ছিল মালদহের ঐতিহাসিক গৌড়ের একাধিক স্থাপত্যের দুয়ার। যার ফলে ঘোরাফেরার ও আনন্দ ফুর্তির জন্য মনোরম পরিবেশগত জায়গাও সিদ্ধান্ত করতে পারছিলেন না জেলা সহ পাশের জেলার বহু পর্যটকরা। মালদহ ও পার্শ্ববর্তী উত্তর এবং দক্ষিণ দিনাজপুর সহ মুর্শিদাবাদ জেলার বাসিন্দাদের জন্য কাছাকাছির ক্ষেত্রে পছন্দমত পর্যটন স্থল হচ্ছে মালদহের ধ্বংসাবশেষ প্রাচীন শহর গৌড়।
সারা বছরই প্রায় পর্যটকদের আনাগোনা থাকে মালদহের এই পর্যটন স্থলে। তবে বেশ কয়েকমাস ধরে এই পর্যটনস্থল বন্ধ থাকায় এখানে আসতে পারছিলেন না বহু পর্যটকরা, যার ফলে থমকে ছিল গৌড় পর্যটনস্থল লাগোয়া গ্রামের বাসিন্দাদের দোকান পাঠের ব্যবসা-বাণিজ্য। তবে জটিলতা কাটিয়ে এই মাসের প্রথম থেকে আবার খুলেছে ঐতিহাসিক এই পর্যটন স্থলের স্থাপত্যের দুয়ারগুলি, যা দেখতে ভিড় জমাচ্ছেন জেলা-সহ ভিন জেলা থেকে আসা পর্যটকরা। ফের সেই পুরনো ধ্বংসাবশেষ এলাকায় রঙিন এর আনাগোনা শুরু হচ্ছে। আনন্দ মুখরীতি হয়ে উঠছেন পর্যটক থেকে শুরু করে স্থানীয় গ্রামবাসীরা।
advertisement
আরও পড়ুনঃ লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ‘অভিশপ্ত’ বিমানে ছিলেন কারা? কতজন পুরুষ, কত মহিলার মৃত্যু? রইল ২৪২ যাত্রীদের সম্পূর্ণ তালিকা
প্রাচীন এই গৌড়ের ইতিহাস জানতে জেলা-সহ ভিন জেলা থেকে এসে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। চিকা মসজিদ, লুকোচুরি গেট, ফাতেহ খানি সমাধি, কদম রসুল-সহ একাধিক অন্যান্য স্থাপত্য দেখতে জমছে পর্যটকদের ভিড়। ভিড় কে কেন্দ্র করে বসছে মেলাও। বিশেষত কোন উৎসব বা ছুটির দিনে ব্যাপক হারে পর্যটকদের ভিড় লক্ষ্য দেখা দেয়। প্রাচীন ধ্বংসাবশেষ শহরের ইতিহাস কে অনুভব করতেই এই পর্যটন স্থলে আসেন পর্যটকরা। এক সময় প্রাচীন বাংলার রাজধানী ছিল মালদহের এই ধ্বংসাবশেষ শহর গৌড়।
advertisement
advertisement
মালদহ জেলার পর্যটকদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন স্থল হচ্ছে গৌড়। তাই এবারে বহুদিন পর ঐতিহাসিক গৌড়ের একাধিক স্থাপত্যের দুয়ার খোলায় স্বভাবতই ভিড় জমতে শুরু করেছে পর্যটকদের। সকাল আট’টা থেকে বিকেল চার’টে পর্যন্ত খোলা থাকে মালদহের এই ধ্বংসাবশেষ শহরের একাধিক স্থাপত্যের দুয়ার।
জিএম মোমিন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 12, 2025 5:08 PM IST