North Dinajpur News: কৃষকদের সুবর্ণ সুযোগ! বিনামূল্যে পেয়ে যাবেন সেচ যন্ত্র
- Reported by:Piya Gupta
- hyperlocal
- Published by:Ankita Tripathi
Last Updated:
এই প্রকল্পের মাধ্যমে যন্ত্র কেনার জন্য সরকার জমির পরিমাণ ও পাইপের ব্যাসার্ধ ও দূরত্ব অনুযায়ী ১৫ হাজার টাকা থেকে ৬৫ হাজার টাকা পর্যন্ত অনুদান দেবে।
উত্তর দিনাজপুর: বিশ্ব উষ্ণায়নের জেরে বেড়েই চলছে আবহাওয়ার খামখেয়ালীপনা। বর্ষাকালেও এখন তেমন ভাবে বৃষ্টির দেখা মিলছে না। আবহাওয়ার এই পরিবর্তনের কারণে কৃষি কাজ ও বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কৃষকদের। তবে এবার কৃষকদের জন্য সুখবর। বিনামূল্যে কৃষকদের সেচ যন্ত্র বসিয়ে দিচ্ছে সরকার।
জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সুবর্ণ সুযোগ। এবার থেকে বিনামূল্যে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের সেচের যন্ত্রাংশ। বাংলার চাষীদের জন্য নতুন প্রকল্প “বাংলা কৃষি সেচ যোজনা”। এই প্রকল্পের মাধ্যমে চাষীরা ফোয়ারা সেচের জন্য স্প্রিঙ্কলার, ও বিন্দু সেচের জন্য ড্রিপ।
advertisement
advertisement
এই দুই অনুচ্ছেদ উপকরণ পাবেন একেবারে বিনামূল্যে, শুধুমাত্র জিএসটির টাকা টুকুই দিতে হবে কৃষককে। এই প্রকল্পের জন্য যন্ত্র কেনার জন্য সরকার জমির পরিমাণ ও পাইপের ব্যাসার্ধ ও দূরত্ব অনুযায়ী ১৫ হাজার টাকা থেকে ৬৫ হাজার টাকা পর্যন্ত অনুদান দেবে।
আরও পড়ুন: মহাশিবরাত্রির ঠিক আগের দিনেই বুধের উদয়! হঠাত্ কপাল খুলে যাবে ৫ রাশির, দু’হাত ভরে আসবে টাকা
advertisement
এই প্রকল্পের মাধ্যমে উত্তর দিনাজপুর জেলার কৃষকরা ফরাসে যে বিন্দু সেচের মাধ্যমে চাষ করে জলের অপচয় বন্ধ করতে পারবেন। এই সুবিধা নেওয়ার জন্য দুয়ারে সরকারি শিবিরে গিয়ে আবেদন করতে হবে। এর জন্য অবশ্যই জমি সংক্রান্ত নথি, আধার কার্ড মোবাইল নম্বর ,ব্যাংঙ্কের পাস বই ছবি-সহ শিবিরে আবেদন করতে হবে।
পিয়া গুপ্তা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 20, 2025 10:50 PM IST






