Siliguri News: 'পছন্দ হচ্ছে না' ক্রেতার ছলে সোনার চেন ছিনিয়ে চম্পট! শিলিগুড়িতে আবার সোনার দোকানে চুরি, উধাও ১০ লাখ টাকার চেন
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
পুলিশ সূত্রে খবর, এ দিন দুপুর প্রায় বারোটার সময় শিবমন্দির বাজারের একটি জুয়েলারিতে প্রথমে এক যুবক ক্রেতার ছদ্মবেশে প্রবেশ করে। দোকানদারের কাছ থেকে একের পর এক সোনার লকেট ও মালা দেখতে চায় সে। কিছুক্ষণ বাদেই আরও এক যুবক দোকানে ঢোকে। দোকানদার যখন প্রথম যুবকের সঙ্গে সোনার মালার দাম ও ওজন নিয়ে কথা বলছিলেন, ঠিক সেই সময় অপর যুবক কাউন্টারে রাখা ১০টি সোনার চেন তুলে নিয়ে নিমেষে চম্পট দেয়।
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : শিলিগুড়ির মাটিগাড়া থানার অন্তর্গত শিবমন্দির বাজারে সোমবার দুপুরে ঘটল চাঞ্চল্যকর ঘটনা! সোনার দোকানে ঘটে গেল দুঃসাহসিক চুরি! এরফলে, বাজার চত্বরে মুহূর্তে তৈরি হয় আতঙ্কের পরিবেশ।
পুলিশ সূত্রে খবর, এ দিন দুপুর প্রায় বারোটার সময় শিবমন্দির বাজারের একটি জুয়েলারিতে প্রথমে এক যুবক ক্রেতার ছদ্মবেশে প্রবেশ করে। দোকানদারের কাছ থেকে একের পর এক সোনার লকেট ও মালা দেখতে চায় সে। কিছুক্ষণ বাদেই আরও এক যুবক দোকানে ঢোকে। দোকানদার যখন প্রথম যুবকের সঙ্গে সোনার মালার দাম ও ওজন নিয়ে কথা বলছিলেন, ঠিক সেই সময় অপর যুবক কাউন্টারে রাখা ১০টি সোনার চেন তুলে নিয়ে নিমেষে চম্পট দেয়।
advertisement
পরক্ষণেই প্রথম যুবকও ‘পছন্দ হচ্ছে না’ বলে দোকান থেকে বেরিয়ে রাস্তার ধারে রাখা মোটরবাইকে চেপে পালিয়ে যায়। স্থানীয় এক দোকানদারের নজরে আসে সন্দেহজনক এই ঘটনাটি। তিনি দ্রুত জুয়েলারিতে গিয়ে খোঁজ নিতেই চুরি ধরা পড়ে। তবে অভিযুক্তদের আর ধরতে পারেননি কেউ।
advertisement
এরপর জুয়েলারির মালিক হরিপদ সরকার খবর দেন মাটিগাড়া থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে জানা গেছে, চুরি যাওয়া ১০টি সোনার চেনের বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা।
advertisement
চুরি হওয়া সোনার জিনিস হারিয়ে ভেঙে পড়েছেন দোকান মালিক। তার আক্ষেপ, “বাড়িঘর না করে সমস্ত পুঁজি ব্যবসায় লাগিয়েছিলাম। এখন এতগুলো চেন খুইয়ে একেবারে নিঃস্ব হয়ে গেলাম।” ইতিমধ্যেই দোকানের সিসিটিভি ফুটেজ ও আশপাশের এলাকার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে তদন্ত চলছে।
শিলিগুড়িতে একের পর এক সোনার দোকানে চুরির ঘটনা বাড়তে থাকায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ তদন্তে নেমে আশ্বাস দিলেও এখনো অভিযুক্তদের হদিশ মেলেনি। স্থানীয় ব্যবসায়ীরা দাবি তুলেছেন, বাজার চত্বরে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোখা যায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 25, 2025 8:42 PM IST