Malda News: আর হয়রানি নয়! ফের জেনারেল ওপিডি চালু মালদহ হাসপাতালে, দেখে নিন কত তলায় মিলবে পরিষেবা

Last Updated:

মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন বন্ধ ছিল বর্হিঃবিভাগ

+
পরিষেবা

পরিষেবা দেওয়া হচ্ছে রোগীদের

মালদহ: দীর্ঘদিন বন্ধ থাকায় সমস্যায় পড়তে হচ্ছিল রোগীদের। অবশেষে মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে পুনরায় নতুন ভাবে চালু হল‌ জেনারেল ওপিডি বিভাগ। মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের বর্হিঃ বিভাগ ভবনের সাত তলায় এই বিভাগ খোলা হয়েছে। ইতিমধ্যে পরিষেবা চালু হয়েছে।
মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের বর্হিঃ বিভাগে বিভিন্ন পরিষেবা চালু থাকলেও বন্ধ হয়ে পড়েছিল জেনারেল ওপিডি বিভাগ। দূরদূরান্তের রোগীরা নানা সমস্যায় পড়তেন। অবশেষে মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে বিভিন্ন বিভাগের চিকিৎসকদের নিয়ে মেডিকেল টিম তৈরি করা হয়েছে। আলাদা রোস্টার তৈরি করা হয়েছে। সেই রোস্টার অনুযায়ী এই বিভাগে বসবেন। রোগীদের চিকিৎসা পরিষেবা দিবেন। প্রথমে জেনারেল ওপিডি বিভাগে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। পরবর্তীতে প্রয়োজন পড়লে রোগীদের নির্দিষ্ট বিভাগে পাঠানো হবে চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রিন্সিপাল পার্থপ্রতিম মুখোপাধ্যায় বলেন, “কিছু কারণে বন্ধ ছিল এই চিকিৎসা পরিষেবা। স্বাস্থ্য ভবনের নির্দেশে আমরা পুনরায় জেনারেল ওপিডি বিভাগের চিকিৎসা পরিষেবা চালু করলাম। নিয়মিত এখান থেকে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে রোগীদের। বিভিন্ন বিভাগের চিকিৎসকদের নিয়ে টিম তৈরি করা হয়েছে। বর্হিঃ বিভাগের সাত তলায় এই বিভাগ খোলা হয়েছে।”
advertisement
এই বর্হিঃ বিভাগ চিকিৎসা পরিষেবা চালু হওয়ায় অনেকটাই সুবিধা হবে চিকিৎসক থেকে রোগীদের। বিভিন্ন রোগ নির্ণয়ের সুবিধা হবে। সঠিক চিকিৎসা পরিষেবা মিলবে। পুরুষ ও মহিলা বিভাগ আলাদাভাবে খোলা হয়েছে। পাশাপাশি দুটি বিভাগ রয়েছে। নিয়মিত চিকিৎসা পরিষেবা চালু করা হয়েছে মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে।
হরষিত সিংহ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: আর হয়রানি নয়! ফের জেনারেল ওপিডি চালু মালদহ হাসপাতালে, দেখে নিন কত তলায় মিলবে পরিষেবা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement