প্যাথলজি ল্যাবে চলছিল জীবন নিয়ে খেলা, হাতেনাতে ধরল স্বাস্থ্য দফতর! তারপর যা হল

Last Updated:

নামে প্যাথলজিক্যাল ল্যাব ও ডায়গোনস্টিক সেন্টার হলেও, নানারকম রোগের চিকিৎসা করা হত সেখানে।

প্রতিকী ছবি।
প্রতিকী ছবি।
মালদহ, গোপাল সূত্রধর : মালদহের গাজোলে একটি বেসরকারি প্যাথলজিক্যাল ল্যাব এবং ডায়াগনস্টিক সেন্টারে আচমকা হানা জেলা স্বাস্থ্য দফতরের। খতিয়ে দেখা হয় প্যাথলজিক্যাল ল্যাব সহ ডায়াগনস্টিক সেন্টারের যাবতীয় নথি এবং সামগ্রী। সমস্ত কিছু খতিয়ে দেখার পর বেশকিছু অনিয়ম মেলায় “সিল” করা হয়েছে প্যাথলজিক্যাল ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারটি।
ঘটনা, গাজোল থানার অন্তর্গত কেস্টপুর এলাকার ওই ল্যাবে হানা দেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। উল্লেখ্য, গাজোল- বামনগোলা রাজ্য সড়কের পাশেই গজিয়ে উঠেছিল একটি বেসরকারি প্যাথলজিক্যাল ল্যাব ও ডায়গোনেস্টিক সেন্টার। নামে প্যাথলজিক্যাল ল্যাব ও ডায়গোনস্টিক সেন্টার হলেও, নানারকম রোগের চিকিৎসা করা হত সেখানে। এমনই অভিযোগ রয়েছে ওই প্যাথলজিক্যাল ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারের দিকে।
advertisement
আরও পড়ুন : একসময় ছিল নেতাজির ঠিকানা, এখন ঢেকেছে আগাছায়! সংস্কারের সামর্থ্য নেই
এলাকাবাসীদের অভিযোগ, নিয়মিত বহু রোগী সেখানে চিকিৎসা করাতে আসতেন। বৃহস্পতিবার দুপুর নাগাদ হঠাৎই সেখানে হানা দেয় জেলা স্বাস্থ্য দফতরের টিম। তাঁদের সঙ্গে উপস্থিত হন ব্লক প্রশাসন এবং পুলিশ আধিকারিকেরা। একটি রোগীকে চিকিৎসা করার সময় হাতে নাতে ধরে ফেলেন ওই দলের সদস্যরা। এরপর খতিয়ে দেখা হয় প্যাথলজিক্যাল ল্যাব সহ ডায়গোনস্টিক সেন্টারের সমস্ত নথি এবং সমস্ত সামগ্রী।
advertisement
advertisement
আরও পড়ুন : শুধু ছাত্রজীবন নয়, স্বাধীনতা ও সংগ্রামের সাক্ষী! ১০০ পেরিয়ে আজও অমলিন এই হোস্টেল 
জানা গিয়েছে, তদন্তে ওই ল্যাবের বিরুদ্ধে দেখা গিয়েছে একাধিক গরমিল ও অনিয়ম। এমনকি উদ্ধার হয় মেয়াদ উত্তীর্ণ ওষুধও। এরপরেই চিকিৎসাধীন অসুস্থ ওই রোগীকে নিয়ে যাওয়া হয় গাজোল স্টেট জেনারেল হাসপাতালে। পাশাপাশি ওই ডায়গনস্টিক সেন্টার ও প্যাথলজিক্যাল ল্যাবটিকে সিল করে দেওয়া হয় জেলা স্বাস্থ্য দফতরের তরফে।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
প্যাথলজি ল্যাবে চলছিল জীবন নিয়ে খেলা, হাতেনাতে ধরল স্বাস্থ্য দফতর! তারপর যা হল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement