হোম /খবর /উত্তরবঙ্গ /
গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি পুলিশের! শীতলকুচিতে যা উদ্ধার হল শুনে চমকে যাবেন

গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি পুলিশের! শীতলকুচিতে যা উদ্ধার হল শুনে চমকে যাবেন

গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযানের মাধ্যমে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা!

গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযানের মাধ্যমে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা!

Ganja recovered: গোপন সূত্রে খবর পেয়ে পুলিশি তল্লাশি। দুই ব্যক্তি আটক।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

    #শীতলকুচি: শীতলকুচি কলেজ সংলগ্ন নাককাটি এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশি তল্লাশি। আর সেই তল্লাশি অভিযানের মাধ্যমে উদ্ধার করা হল ৫ কেজিগাঁজা। দুই ব্যক্তিকে আটক করার ঘটনা ঘটেছে। আর গাঁজা সহ দুই ব্যক্তিকে আটক করার ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে যায় গোটা এলাকা জুড়ে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, "গতকাল গোপন সূত্রে খবর পেয়ে এক বিশেষ অভিযান চালায় শীতলকুচি থানার পুলিশ। গতকাল সন্ধ্যা নাগাদ শীতলকুচি ব্লকের শীতলকুচি কলেজ সংলগ্ন এলাকায় চালানো হয় এই তল্লাশি অভিযান। আর এই তল্লাশি অভিযানের মাধ্যমেই একটি মোটর বাইকে ৫ কেজি গাঁজা সহ দুই ব্যক্তি কে গ্রেফতার করে শীতলকুচি থানার পুলিশ।"

    আরও পড়ুন- বকেয়া প্রায় চার লাখ! টাকা ফিরে পেতে ব্যবসায়ীকেই অপহরণ, বাস থেকে নামিয়ে হাওয়া

    পুলিশ গোপন সূত্রে খবর পায় পাচারের উদ্দেশ্যে বেশ কিছু পরিমাণ গাঁজা নিয়ে আসা হয়েছে শীতলকুচি এলাকায়। তবে ওই বিপুল পরিমাণ গাঁজা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া অবস্থাতেই শীতলকুচি পুলিশের জালে ধরা পড়ে দুই ব্যক্তি।

    গাজা সহ পুলিশের কাছে ধরা পড়া ওই দুই ব্যক্তির নাম আনিমুল হক ও বাবলু মিয়া। বৃহস্পতিবার এই খবর প্রকাশ্যে আনেন শীতলকুচি থানার ওসি মৃত্যুঞ্জয় চক্রবর্তী।

    আরও পড়ুন- মদের পার্টিতে দেদার ফুর্তি! তারপর মন্দিরের টাকা-গয়না চুরি, ঘটনায় হতবাক হুগলি

    শীতলকুচি থানার ওসি মৃত্যুঞ্জয় চক্রবর্তী জানান, "কোচবিহার জেলার সীমান্ত সংলগ্ন এলাকা হওয়ার কারণে এই এলাকায় পাচারকারীদের দৌরাত্ম্য অনেকটাই বেশি। তবে পুলিশ অনেকটাই তৎপরতার সাথে এই গোটা বিষয়টি মোকাবেলা করে চলেছে প্রতিনিয়ত। পাচারকারীদের পাচারের ছক বানচাল করতে সর্বদা তৎপর রয়েছে কোচবিহার জেলা পুলিশ।"

    Sarthak Pandit

    First published:

    Tags: Ganja, Sitalkuchi