Malda News: কাকভোরে গৌড়বঙ্গের রাজপথে গম্ভীরা নাচের প্রাচীন উৎসবে সাজো সাজো রব

Last Updated:

Malda News: প্রায় ৩০০ বছর ধরে পুরাতন মালদহে হয়ে আসছে গম্ভীরা উৎসব, ছোট তামাসা উপলক্ষে বিভিন্ন দেবদেবীর মুখোশ নৃত্য দিনভর অনুষ্ঠিত হয়

+
মুখোশ

মুখোশ নৃত্য 

হরষিত সিংহ, মালদহ: হঠাৎ শহরের রাস্তায় নৃত্যে মেতে উঠলেন চামুণ্ডা, মশানকালী এবং নরসিংহ। কাকভোরে ঘুম থেকে উঠেই মহিলারা উলুধ্বনি দিচ্ছেন, বাতাসা ছিটিয়ে দিচ্ছেন রাস্তায়। রাস্তার দু’ ধারে প্রতিটি বাড়িতেই মহিলারা দরজায় দাঁড়িয়ে ধূপের ধোঁয়া থেকে ধূপকাঠি জ্বালিয়ে আরাধনা করছেন। হাতজোড় করে প্রণাম করছেন দেবী চামুণ্ডাকে। ভোর হলেও অগণিত ভক্তের সমাগম পুরাতন মালদহ শহরের রাস্তায়।
ভোর থেকে সকাল পর্যন্ত চলে চামুণ্ডাকালী-সহ বিভিন্ন দেবদেবীর নৃত্য। যা দেখতে ভিড় করেন বহু মানুষ। এই বছর প্রথম নয়, প্রতি বছর এই রীতি পালিত হয়ে আসছে পুরাতন মালদহ শহরে। গম্ভীরা শিল্পী পার্থ বসাক বলেন, ‘‘বাপ ঠাকুরদার কাছে এই নৃত্য শিখেছি। সাধারণ মানুষকে আনন্দ দেওয়ার জন্য আমরা এই মুখোশনাচ করে থাকি। বর্তমান প্রজন্মকে শেখানোর চেষ্টা করছি।’’
advertisement
এদিন ছিল পুরাতন মালদহের গম্ভীরার ছোট তামাশা। প্রাচীন রীতি মেনে আজও ছোট তামাশা উপলক্ষে পুরাতন মালদহের চামুণ্ডা মন্দির প্রাঙ্গণ থেকে বিভিন্ন দেবদেবীর নৃত্য দেখা যায়। অর্থাৎ বিভিন্ন দেবদেবীর মুখোশ পরে নাচ করতে দেখা যায় গম্ভীরা শিল্পীদের। এদিন দিনভর চলবে পুরাতন মালদহের বিভিন্ন প্রান্তে ছোট তামশার মুখোশ নৃত্য।
advertisement
advertisement
আরও পড়ুন : সকালে ঘুম থেকে উঠে সহজ কিছু নিয়ম মানুন! গরমেও কমবে হাই ব্লাড প্রেশার! দূরে থাকবে হার্টের অসুখ
মালদহের প্রাচীন ঐতিহ্য গম্ভীরা। পুরাতন মালদহের সব্বরী এলাকায় প্রায় ৩০০ বছর ধরে হয়ে আসছে এই গম্ভীরা উৎসব। এখানে চার দিনব্যাপী অনুষ্ঠিত হয় গম্ভীরা। প্রথম দিন ঘট ভরা, দ্বিতীয় দিন কাটা নৃত্য, তৃতীয় দিন ছোট তামশা, চতুর্থ দিন বড় তামশা। মন্দিরের পুরোহিত বাবাই বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘প্রায় ৩০০ বছর ধরে এই গম্ভীরা উৎসব হয়ে আসছে। চার দিনব্যাপী অনুষ্ঠিত হয় গম্ভীরা উৎসব। মা চামুণ্ডা কালীর পুজো হয়। বহু ভক্ত এখানে আছেন মনস্কামনা করেন। মনস্কামনা পূরণ হলে বিভিন্ন রীতি রেওয়াজ রয়েছে।’’
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: কাকভোরে গৌড়বঙ্গের রাজপথে গম্ভীরা নাচের প্রাচীন উৎসবে সাজো সাজো রব
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement