Ram Mandir: মালদহ থেকে অযোধ্যা! সাইকেল চেপেই যাত্রা দুই যুবকের, সাক্ষী হতে চান রামমন্দির উদ্বোধনের

Last Updated:

Ram Mandir: মালদহ থেকে সুদূর অযোধ্যা যাত্রা। রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানের যোগ দিতে সাইকেলে চেপেই মালদহ থেকে অযোধ্যায় রওনা দিলেন মালদহের দুই যুবক।

মালদহ: মালদহ থেকে সুদূর অযোধ্যা যাত্রা। রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানের যোগ দিতে সাইকেলে চেপেই মালদহ থেকে অযোধ্যায় রওনা দিলেন মালদহের দুই যুবক। রবি বিশ্বকর্মা(৩০) এবং অভিজিৎ বাসফোর(২২) মালদহের এই দুই যুবক আজ স্থানীয় মনস্কামনা কালীমন্দিরে পুজো দিয়ে রওনা হলেন অযোধ্যার উদ্দেশ্যে। প্রায় সাড়ে আটশো কিলোমিটার পথ পেরিয়ে আগামী ২০ জানুয়ারির মধ্যে অযোধ্যায় পৌঁছনোর লক্ষ্য নিয়েছে দুই যুবক।
প্রতিদিন গড়ে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত সাইকেল চালানোর লক্ষ্য এই দুই যুবকের। যাত্রা শুরুর সময় তাঁদের শুভেচ্ছা জানাতে হাজির হন প্রচুর রামভক্ত ও শুভানুধ্যায়ী।মালদহের এই দুই সাইকেল অভিযাত্রীর দু’জনেই বয়সে তরুণ। জানা গিয়েছে, প্রথমে মালদহ থেকে উত্তর দিনাজপুরের ডালখোলা। এরপর বিহারের পূর্ণিয়া, ফারবিশগঞ্জ, দাঁড়ভাঙ্গা, উত্তরপ্রদেশের গোরখপুর হয়ে তাঁরা দু’জনে পৌঁছবেন অযোধ্যায়।
advertisement
advertisement
রামের ছবি আঁকা সনাতন ধর্মীয় পতাকার পাশাপাশি সাইকেল যাত্রায় সামিল করা হয়েছে ভারতের জাতীয় পতাকাকে। দুই যুবকের কথায়, আগে দেশ, সংবিধান পড়ে ধর্ম। তবে, অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা দীর্ঘদিনের স্বপ্নপূরণ। আর তাই এই প্রাণ প্রতিষ্ঠা পর্বের সাক্ষী হতেই সাইকেলে যাত্রার পরিকল্পনা বলে জানিয়েছেন দুই যুবক।পেশায় এই দুই যুবক ব্যবসায়ী। অভিজিৎ মালদহ শহরের সুকান্তপল্লীর বাসিন্দা। রবির বাড়ি মালদা শহরের মহানন্দাপল্লী এলাকা।
advertisement
আজ সকালে দু’জনেই নিজেদের সাইকেল নিয়ে হাজির মালদহের প্রসিদ্ধ মনস্কামনা মন্দিরে। সেখানে পুরোহিতের উপস্থিতিতে সাইকেলের পুজো করা হয়। দু’জনের গলায় মালা পড়িয়ে, ফুল ছিটিয়ে, নারকেল ফাটিয়ে শুভকামনা জানান উপস্থিত শুভাকাঙ্ক্ষীরা। এরপর শুভক্ষণ দেখে দু’জনে রওনা হয়ে যান অযোধ্যার উদ্দেশ্যে। প্রতিদিন গড়ে চার- পাঁচ ঘন্টা করে সাইকেল চালাবেন ওঁরা। দিনে সাইকেল যাত্রা, আর রাতে বিশ্রাম। এভাবেই এগিয়ে চলবেন কাঙ্খিত লক্ষ্যের পথে। দুই  যুবক জানিয়েছেন, যাত্রা পথে নেশামুক্ত সমাজ গড়ার বার্তা প্রচারের ওপরেও জোর দেবেন তাঁরা।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Ram Mandir: মালদহ থেকে অযোধ্যা! সাইকেল চেপেই যাত্রা দুই যুবকের, সাক্ষী হতে চান রামমন্দির উদ্বোধনের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement