John Barla: চা বলয়ে রাজনৈতিক ফুল বদলের জল্পনা... পদ্ম ছেড়ে ঘাসে যোগ দিচ্ছেন জন বার্লা? তুমুল জল্পনা

Last Updated:

পরবর্তী সময়ে মাদারিহাট বিধানসভা উপনির্বাচনের আগে তাঁকে একাধিক তৃণমূল কংগ্রেস নেতাদের সঙ্গে আলোচনা করতে দেখা গিয়েছে। জল্পনা তখন থেকেই তীব্র হয়।

তৃণমূলে যোগ দেবেন জন বার্লা?
তৃণমূলে যোগ দেবেন জন বার্লা?
শিলিগুড়ি: ২০২৪-এর লোকসভা ভোটে বিজেপি প্রার্থী করেনি জন বার্লাকে। এই কেন্দ্রের জন্য প্রার্থী হিসেবে দল বেছে নেয় মাদারিহাটের তৎকালীন বিধায়ক মনোজ টিগ্গাকে। প্রার্থিতালিকা সামনে আসা ইস্তক একাধিক বার দলের প্রতি অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় বার্লাকে। পরবর্তী সময়ে মাদারিহাট বিধানসভা উপনির্বাচনের আগে তাঁকে একাধিক তৃণমূল কংগ্রেস নেতাদের সঙ্গে আলোচনা করতে দেখা গিয়েছে। জল্পনা তখন থেকেই তীব্র হয়। এরই মধ্যে দিল্লি থেকে উত্তরবঙ্গে ফিরে এসেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। জোর জল্পনা আজ তিনি ফুল বদলাবেন। যোগ দেবেন তৃণমূল কংগ্রেসে।
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অবশ্য বলছেন, ‘রাজ্য সরকারের তরফে আলিপুরদুয়ারের জেলাশাসক আমাকে ২৩ জানুয়ারি হাসিমারার সরকারি অনুষ্ঠানে থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। যার জন্য দিল্লি থেকে ফিরে এসেছি। সেই অনুষ্ঠানে আমি যোগ দেওয়ার সিদ্ধান্তে আমি অনড়।’ আর এর পরেই জল্পনা আরও তীব্র হয়েছে, শাসক দলে যোগ দেবেন তিনি।
advertisement
advertisement
বিজেপি নেতৃত্বকে তীব্র আক্রমণ করে জন বার্লা বলেন, ‘ডুয়ার্সের চা বাগানগুলিতে একসময় বিজেপির ঝান্ডা লাগানোর লোক ছিল না। আমি বিজেপিকে রাজনৈতিক জমি তৈরি করে দিয়েছিলাম, বিজেপিকে ডুয়ার্সের চা বলয় সম্মান দিয়েছে। চা বাগানের শ্রমিকরা ভরসা করেছিল বিজেপির উপরে।বিজেপিতে যোগদান না করেও ২০১৪ সালে বিজেপিকে ভোটে জিতিয়েছিলাম। কিন্তু কেন্দ্রীয় সরকার কোনওভাবেই বন্ধ বাগান খোলার বিষয় নিয়ে কোনও পদক্ষেপ গ্রহণ করেননি আজকে পর্যন্ত। আজ পর্যন্ত কেন্দ্রীয় সরকার চা বাগানের শ্রমিকদের জন্য কোনও প্যাকেজ ঘোষণা করেনি, বাগান কর্তৃপক্ষের জন্য কোনও প্যাকেজ ঘোষণা করেনি।’
advertisement
বৃহস্পতিবার হাসিমারায় সুভাষিণী চা বাগানের মাঠে নেতাজি জন্মজয়ন্তী পালন করা হবে। চা বলয়ে এই প্রথম নেতাজি জন্ম জয়ন্তী রাজ্যের তরফে পালন করা হচ্ছে। স্বাভাবিকভাবেই সকলের নজর সেদিকে। কারণ চা বাগানকে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। আবার জন নিজেও চা বলয়ের নেতা। বিজেপির প্রাক্তন মন্ত্রী সেই মঞ্চে হাজির থাকবে বলায় রাজনৈতিক জল্পনা তীব্র হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
John Barla: চা বলয়ে রাজনৈতিক ফুল বদলের জল্পনা... পদ্ম ছেড়ে ঘাসে যোগ দিচ্ছেন জন বার্লা? তুমুল জল্পনা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement